Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই ম্যাচে ইয়াংয়ের পর ল্যাথামের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩১

সেঞ্চুরির পর ল্যাথামের উদযাপন

প্রথমদিনেই দুই সেঞ্চুরি দেখল এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আজ (বুধবার) করাচিতে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে উইল ইয়াংয়ের পর সেঞ্চুরি পেয়েছেন টম ল্যাথামও। তাদের জোড়া সেঞ্চুরির সাথে গ্লেন ফিলিপসের ৩৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২০ রান তুলেছে নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেঞ্চুরিয়ান উইল ইয়াং

ইনিংস ওপেন করতে নেমে ১২ চার ও এক ছক্কায়  ১১৩ বলে ১০৭ রানের ইনিংস খেলে ইয়াং ফিরেছেন নাসিম শাহর বলে ক্যাচ দিয়ে। নিজের চতুর্থ সেঞ্চুরির পথে ল্যাথামের সাথে চতুর্থ উইকেটে গড়েন ১২৬ বলে ১১৮ রানের জুটি। ইয়াংয়ের বিদায়ের পর নিউজিল্যান্ড বাকি পথটা পার হয়েছে ল্যাথামের ব্যাটে। পঞ্চম উইকেটেও রান তুলেছেন ঝড়ের বেগে। ফিলিপসের সাথে ৭৪ বলে ১২৫ রানের জুটিতেই ম্যাচে ফেরে কিউইরা।

বিজ্ঞাপন

এই জুটি গড়ার পথেই নিজের অষ্টম সেঞ্চুরি ছুঁয়েছেন ল্যাথাম। ১০ চার ও তিন ছক্কায় ১০৪ বলে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটার। সব মিলিয়ে পঞ্চম কিউই ব্যাটার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে সেঞ্চুরি করেছেন ল্যাথাম। তালিকার চতুর্থ অবস্থানে ইয়াং।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর