একই ম্যাচে ইয়াংয়ের পর ল্যাথামের সেঞ্চুরি
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩১
প্রথমদিনেই দুই সেঞ্চুরি দেখল এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আজ (বুধবার) করাচিতে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে উইল ইয়াংয়ের পর সেঞ্চুরি পেয়েছেন টম ল্যাথামও। তাদের জোড়া সেঞ্চুরির সাথে গ্লেন ফিলিপসের ৩৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২০ রান তুলেছে নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেঞ্চুরিয়ান উইল ইয়াং
ইনিংস ওপেন করতে নেমে ১২ চার ও এক ছক্কায় ১১৩ বলে ১০৭ রানের ইনিংস খেলে ইয়াং ফিরেছেন নাসিম শাহর বলে ক্যাচ দিয়ে। নিজের চতুর্থ সেঞ্চুরির পথে ল্যাথামের সাথে চতুর্থ উইকেটে গড়েন ১২৬ বলে ১১৮ রানের জুটি। ইয়াংয়ের বিদায়ের পর নিউজিল্যান্ড বাকি পথটা পার হয়েছে ল্যাথামের ব্যাটে। পঞ্চম উইকেটেও রান তুলেছেন ঝড়ের বেগে। ফিলিপসের সাথে ৭৪ বলে ১২৫ রানের জুটিতেই ম্যাচে ফেরে কিউইরা।
এই জুটি গড়ার পথেই নিজের অষ্টম সেঞ্চুরি ছুঁয়েছেন ল্যাথাম। ১০ চার ও তিন ছক্কায় ১০৪ বলে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটার। সব মিলিয়ে পঞ্চম কিউই ব্যাটার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে সেঞ্চুরি করেছেন ল্যাথাম। তালিকার চতুর্থ অবস্থানে ইয়াং।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উইল ইয়াং টম ল্যাথাম নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল