চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে দাঁড়াতেই পারল না আফগানিস্তান
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০২:২০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০২:২২
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। রশিদ খান, মোহাম্মদ নবিদের দল প্রোটিয়াদের বিপক্ষে সেভাবে দাঁড়াতেই পারেনি। আগে ব্যাটিং করে ৩১৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। পরে ২০৮ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান।
১০৭ রানের বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলো দক্ষিণ আফ্রিকার। জিততে হলে ইতিহাস গড়তে হতো আফগানদের। ওয়ানডে ফরম্যাটে এর আগে তিনশর বেশি রান তাড়া করে কখনোই জিততে পারেনি আফগানিস্তান। আজ নতুন ইতিহাস লিখতে হলে টপ অর্ডারকে অবশ্যই ভালো খেলতে হতো। কিন্তু আফগানরা সেই জায়গাতেই ধরা খেলেন!
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩১৫ রানের বিশাল সংগ্রহের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। প্রতিরোধ গড়া সম্ভব হয়নি পরেও। দলের ১৬ রানের মাথায় ১৪ বলে ১০ রান করা রহমানুল্লাহ গুরবাজ। ইব্রাহিম জাদরান ২৯ বলে ১৭ রানে আউট হয়েছেন। তিনে নামা সাদিকুল্লাহ আতাল ১৬ রান করে ফিরলে বড় বিপদেই পরেছিল আফগানিস্তান।
রহমত শাহ একা হাতে দাঁড়ালেও সেই বিপদ থেকে উদ্ধারে তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। ৯২ বলে ৯টি চার ১টি ছয়ে ৯০ রান করে আউট হয়েছেন রহমত শাহ। আফগানিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই।
৪৩.৩ ওভারে ২০৮ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।
এর আগে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহে বড় অবদান রিয়ান রিকেলটনের। দারুণ এক সেঞ্চুরি করেছেন তরুণ ব্যাটার। এছাড়া টেম্বা বাভুমা, এইডেন মার্করাম ও রসি ভন ডান ডুসেন হাফ সেঞ্চুরি করেছেন। আগে ব্যাটিং করতে নেমে শুরুতে ওপেনার টনি ডি জর্জিকে হারায় দক্ষিণ আফ্রিকা। ১১ রান করে ফেরেন প্রোটিয়া ওপেনার। তবে দ্বিতীয় উইকেটে শক্ত একটা জুটি গড়ে তোলেন রিয়ান রিকেলটন ও টেম্বা বাভুমা।
দ্বিতীয় উইকেটে জুটিতে ১৩০ রান যোগ করেন দুজন। টেম্বা বাভুমা ৭৬ বলে ৫৮ রান করে বিদায় নিলে এই জুটি ভাঙে। সেঞ্চুরিয়ান রিকেলটন ফিরেছেন ৩৬তম ওভারে। ফেরার আগে ১০৬ বলে ৭টি চার ১টি ছয়ে ১০৩ রান করেছেন তরুণ ওপেনার।
মিডল অর্ডারে কার্যকরী দুটি ইনিংস খেলেছেন এইডেন মার্করাম ও রাসি ভন ডার ডুসেন। ৩টি চার ২টি ছয়ে ৪৬ বলে ৫২ রান করেছেন ডুসেন। মার্করাম ছিলেন বিধ্বংসী। ৩৬ বলে ৬টি চার ১টি ছয়ে ৫২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩১৫ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকা।
আফগানিস্তানের হয়ে ৫১ রানে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি। একটি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও নুর হেসেন।
সারাবাংলা/এসএইচএস