Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সেঞ্চুরিতেই চ্যাম্পিয়নস ট্রফির চূড়ায় ডাকেট

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন বেন ডাকেট

চ্যাম্পিয়নস ট্রফির ২৭ বছরের ইতিহাসে আগে কখনো কোনো ব্যাটার যা করতে পারেননি, সেটাই করে দেখালেন ইংল্যান্ডের বেন ডাকেট। আজ (শনিবার) করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে গড়েছেন চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। একইসাথে সেই ইনিংসকে নিয়ে গেছেন দেড়শ পেরিয়ে। আউট হয়েছেন মার্নাস লাবুশেনের বলে এলবিডব্লিউ হয়ে ১৬৫ রানের ইনিংস খেলে।  ডাকেটের বদৌলতে প্রথমবারের মতো কোনো ব্যাটারের দেড়শ ছাড়ানো ইনিংস দেখল চ্যাম্পিয়নস ট্রফি।

বিজ্ঞাপন

ডাকেটের এই রেকর্ডের আগে চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ছিলেন নাথান অ্যাস্টল। ২০০৪ সালের আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪৫* রানের ইনিংস খেলেন সাবেক এই নিউজিল্যান্ড ব্যাটার। অবশ্য ২০০০ সালের আসরে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারও ভারতের বিপক্ষে খেলেন ১৪৫ রানেরই ইনিংস। সমান সংখ্যক রানে তাকে ছোঁয়া অ্যাস্টলকে তালিকায় এগিয়ে রাখা হয় অপরাজিত থাকার কারণে। আজ অবশ্য একবারে দুজনকেই ছাড়িয়ে গেছেন ডাকেট।

বিজ্ঞাপন

খেলতে নেমেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের প্রথম ম্যাচ। আর অভিষেকেই বাজিমাৎ। ৯৫ বলে ছুঁয়েছেন ২০ ম্যাচের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। সেই সেঞ্চুরির পর একে একে পেছনে ফেলেছেন শোয়েব মালিক, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিদের মতো কিংবদন্তিদের। একইসাথে জো রুটকে সরিয়ে নিজের করে নিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটাও।

চ্যাম্পিয়নস ট্রফিতে সেঞ্চুরি করা পঞ্চম ইংলিশ ব্যাটার ডাকেট। তার আগে ইংল্যান্ড সেঞ্চুরি দেখেছে মার্কাস ট্রেস্কোটিক, অ্যান্ড্রু ফ্লিনটফ, বেন স্টোকস ও জো রুটের ব্যাটে।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ইংল্যান্ড ক্রিকেট দল বেন ডাকেট সেঞ্চুরি

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর