Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে পাকিস্তানের ২৪১

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৪

শেষদিকে ব্যাট হাতে লড়েছেন খুশদিল শাহ

আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে যে প্রত্যাশা কিংবা ক্রিকেটীয় লড়াইয়ের আশা থাকে ক্রিকেট ভক্তদের, সেখানে একটা অপূর্ণতা থেকেই যায়। সেই অপূর্ণতার মূল কারিগর ভারত, যারা বারবারই দেখিয়ে দেয় দুই দলের ক্রিকেটীয় শক্তিমত্তার পার্থক্য। আজও এর ব্যতিক্রম হলো না। দুবাইয়ে আজ (রবিবার) ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দুই বল বাকি থাকতেই ২৪১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। এই ম্যাচ নিয়ে টানা পঞ্চমবার প্রতিপক্ষকে ৫০ ওভারের মধ্যে অল আউট করল ভারত।

বিজ্ঞাপন

টসে জিতে ব্যাট করতে নেমে দশ ওভারের মধ্যেই দুই উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে শত রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। তুলনামূলক ধীরগতির সেই জুটি ১০৪ রান পৌঁছাতেই যেন মড়ক লাগে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে।

যদিও শতক পেরোনো জুটির পর রিজওয়ান জীবন পেয়েছেন হার্শিতের হাতে ক্যাচ দিয়ে, তবুও সেই সুযোগ কাজে লাগিয়ে ইনিংস বড় করতে পারেননি তিনি। অক্ষর প্যাটেলের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে বোল্ড হন এই ডানহাতি ব্যাটার। ৭৭ বলে ৪৬ রান করেন রিজওয়ান।

চতুর্থ ফিফটি ছোঁয়া শাকিলও জীবন পেয়েছেন অক্ষরের বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে। তবে এই বাঁহাতি ব্যাটারও ইনিংস বেশি দূর টেনে নিতে পারেননি। হার্দিকের বলে পুল করে অক্ষরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। এর আগে তার ব্যাট থেকে আসে ৭৬ বলে ৬২ রান।

মিডল অর্ডার ব্যাটাররাও সুবিধা করতে পারেননি। তৈয়ব তাহির বোল্ড হয়েছেন রবীন্দ্র জাদেজার সোজা বলে। সালমান আঘা আউট হয়েছেন কুলদীপকে তুলে মারতে গিয়ে। পরের বলেই এলবিডব্লিউ হন শাহীন শাহ আফ্রিদি। যদিও হ্যাট্ট্রিকের সুযোগ থাকার পরেও সেটা করতে পারেননি কুলদীপ। বলটা ঠেকিয়ে দেন নাসিম শাহ।

শেষদিকে লড়াই যা করেছেন এক খুশদিল শাহই। হার্শিতের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে দুই ছক্কায় ৩৯ বলে ৩৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

সর্বোচ্চ তিন উইকেট নেন কুলদীপ, হার্দিকের শিকার দুটি।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

ডিএসসিসিতে চলছে ‘ক্লিন সপ্তাহ-২০২৫’
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২

আরো

সম্পর্কিত খবর