প্রিমিয়ার লিগে সাকিবের দলবদল স্থগিত করার আবেদন
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৭
একদিন আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দলবদল করে হইচই ফেলে দিয়েছিলেন সাকিব আল হাসান। আসন্ন ডিপিএলে খেলতে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব। কিন্তু একদিন যেতেই নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার আবেদন করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
আপাতত ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে তার চুক্তিটি স্থাগিত করার আহ্বান জানিয়েছেন সাকিব। পরে রূপগঞ্জের পক্ষ থেকে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে আবেদনও করা হয়েছে।
সিসিডিএমের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বিষয়টি। লিজেন্ডস অব রূপগঞ্জের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু গণমাধ্যমকে বলেছেন, ‘আপনারা জানেন, সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলানোর জন্য দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের অনুরোধ করেছেন, তার দলবদলটা স্থগিত রাখার জন্য। সিসিডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।’
রূপগঞ্জের এই আবেদন কি গৃহীত হবে? এমন প্রশ্নে সিসিডিএমের সদস্যসচিব সাজ্জাদ হোসেন বলেছেন, ‘আমাদের স্বাভাবিক একটি প্রক্রিয়া হচ্ছে দলবদল শেষ হলে সব ক্লাবকে খেলোয়াড় তালিকা পাঠানো। তখন চাইলে ক্লাবগুলো কোনো খেলোয়াড়কে সরিয়ে নিতে পারে। তাদের আবেদনের প্রেক্ষিতে তখন আমরা সাকিবের নাম সরিয়ে নিতে পারব।’
অনেকদিন যাবতই ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরে তিনি। ক্ষমতাচ্যুত গত সরকারের সাংসদ ছিলেন সাকিব। সেই সময় দেশের বাইরে ছিলেন। পরে দেশে ফিরতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্ট থেকে অবসরের কথা জানিয়েছিলেন। কিন্তু সাকিবের সেই ইচ্ছা পুরণ হয়নি। এর মধ্যে বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার মুখে আছেন তিনি। এদিকে, তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখেনি বাংলাদেশ। সব মিলিয়ে সাকিবের ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে। ডিপিএলে রূপগঞ্জের সাথে চুক্তি করলে মনে হচ্ছিল তবে হয়তো দেশের ক্রিকেটে ফিরছেন সাকিব। কিন্তু সেটাই সম্ভবনা আপাতত শেষ হয়ে গেল।
মার্চের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়ানোর কথা এবারের ডিপিএলের। গতকাল এবং আজ অনুষ্ঠিত হয়েছে ডিপিএলের দলবদল।
সারাবাংলা/এসএইচএস