Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাকিব নেই তাতে কি, রিশাদ-মিরাজ তো আছেন’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৬

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কালকের ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচামরার। কাল হারলে টুর্নামেন্ট থেকে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এমন ম্যাচের আগে সাকিব আল হাসানের প্রসঙ্গ উঠল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবের স্মরণীয় পারফর্ম আছে অনেক। কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সাকিব। সাকিব না থাকলেও অন্যরা ভাবাচ্ছে নিউজিল্যান্ডকে।

বিজ্ঞাপন

মেহেদি হাসান মিরাজ অনেক আগ থেকেই স্পিনিং অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে প্রতিষ্ঠিত। সম্প্রতি রিশাদ হোসেনও দারুণ পারফর্ম করছেন। লেগস্পিনার রিশাদ ব্যাট হাতেও ঝলক দেখান মাঝে মাঝে। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মিরাজ-রিশাদের কথা উল্লেখ করলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিবের প্রসঙ্গ উঠলে স্যান্টনার বলেন, ‘আমরা দেখেছি সাকিব দীর্ঘদিন ধরে কত ভালো খেলে গেছে। সব কন্ডিশনে সে ভালো খেলতে পারে। তবে তাদের এখন রিশাদ আছে যে খুব ভালো লেগ স্পিনার। মেহেদী মিরাজ আছে, মাহমুদউল্লাহও কিছু ভালো ওভার করতে পারে।’

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। পরে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক বাংলাদেশকে ২২৮ রানের সংগ্রহ এনে দেন। সেঞ্চুরি করেন হৃদয়। স্যান্টনার মনে করছেন, বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ভারসাম্য আছে।

কিউই অধিনায়ক বলেন, ‘খুব ভালো ভারসাম্য আছে। ব্যাটিং ইউনিটও ভালো। হৃদয় গত ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছে। জাকেরও অনেক কিছু করে দেখিয়েছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে সাধারণ পরিকল্পনা নিয়েই মাঠে নামবে নিউজিল্যান্ড। স্যান্টনার বলেন, ‘ব্যাটিংয়ে আমরা ভালো পার্টনারশিপ গড়ে বড় রান করতে চাইব। হাই স্কোরিং ম্যাচ হওয়ারই সম্ভাবনা বেশি। আগে বল করতে দ্রুত অলআউট করার চেষ্টা করব। দুইশ রানে এখানে হবে না। তিনশ রান ভালো সংগ্রহ হতে পারে। ত্রিদেশীয় সিরিজে আমরা ভালো করেছি। ছেলেরা অভিজ্ঞতা অর্জন করেছে। পাকিস্তানের বিপক্ষে একেকদিন একেকজন দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যেত, এটা দেখে খুব ভালো লেগেছে। বাংলাদেশ ভিন্ন একটি দল। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলব।’

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ মিচেল স্যান্টনার

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

ডিএসসিসিতে চলছে ‘ক্লিন সপ্তাহ-২০২৫’
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২

আরো

সম্পর্কিত খবর