Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০ রান করতে চায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১২

হাইব্রিড মডেলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতে খুব বড় রানের ম্যাচ না হলেও পাকিস্তানে দেদাড়ছে রান উঠছে। প্রায় প্রতিটি ম্যাচেই বড় রান উঠছে। আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাভাবিকভাবে বড় স্কোরই গড়তে চাইবে বাংলাদেশ। বাংলাদেশ কোচ ফিল সিমন্স বলেছেন, তিনশর বেশি রান তুলতে চায় তার দল।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া তিন ম্যাচের ছয় ইনিংসের চারটিতেই তিনশর বেশি রান উঠেছে। সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের ৩৫১ রানে তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে পাকিস্তানের পিচে ম্যাচ কম রান করে ম্যাচ জেতা সম্ভব নয় বলেই মনে হচ্ছে। বাংলাদেশও সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স বলেন, ‘এটি (রাওয়ালপিন্ডি) বড় রানের মাঠ। লাহোরের মাঠের রানও দেখেছি। তাই এখানে বড় স্কোরের দিকে তাকাতে হবে, তিনশর বেশি রান করতে হবে। হ্যাঁ (তিনশর বেশি করা বা সাড়ে তিনশ তাড়া করার সামর্থ্য আছে)… দেখুন, সবশেষ পাঁচ ম্যাচে আমরা কয়েকবার তিনশর বেশি রান করেছি। আমাদের সেই সামর্থ্য আছে। সবশেষ ম্যাচে আমরা ভালো শুরু পাইনি। তবু ২০০ রান করেছি। আমরা যদি ভালো শুরু করতে পারি, সেখানে (তিনশর বেশি রান) যেতে পারব।’

তবে শুধু স্কোরবোর্ডে তিনশ রান যোগ করলেই যে জয়ের নিশ্চয়তা মিলবে তা কিন্তু নয়। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩২১ রান করে জিততে পারেনি বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও হারতে হয়েছিল। অর্থাৎ জিততে হলে বোলিংটাও ভালো করতে হবে নিশ্চয়।

বাংলাদেশ কোচ বলেন, ‘(তিনশ করা) সেসব ম্যাচে প্রতিপক্ষ দলগুলো আমাদের চেয়ে ভালো ব্যাটিং করেছে। আমরা তিনশ করেছি, তারা তিনশর বেশি করেছে। খেলাটাই এমন। প্রতিপক্ষকে আটকাতেও হবে। আমরা সেসব ম্যাচে যথেষ্ট ভালো বোলিং করতে পারিনি।’

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচামরার। জিতলে টিকে থাকবে সেমিফাইনালের স্বপ্ন, আর হারলে বিদায় নিশ্চিত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

বিজ্ঞাপন

নোয়াখালীতে অস্ত্রসহ বিএনপি নেতা আটক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৮

আরো

সম্পর্কিত খবর