নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত মাহমুদউল্লাহ
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ সেই ম্যাচে মাহমুদউল্লাহকে মিস করেছে বাংলাদেশ। আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সর্বশেষ খবর মতে, আজকের ম্যাচ খেলার জন্য প্রস্তুত মাহমুদউল্লাহ।
দলের একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। ফিট মাহমুদউল্লাহ একাদশে ঢুকছেন এটাও মোটামুটি নিশ্চিত। প্রশ্ন হলো মাহমুদউল্লাহকে জায়গা করে দিতে বাদ পরছেন কে?
ভারতের বিপক্ষে ম্যাচে মাহমুদউল্লাহর জায়গায় ব্যাট করে দারুণ খেলেছেন জাকের আলী অনিক। মিডল অর্ডারে জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয় যেভাবে খেলেছেন তাতে তাদের বাদ দেওয়ার সুযোগ কম। মিডিল অর্ডারে বাকি দুজন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। মিরাজ বোলিংয়েও পারদর্শী। ফলে তাকে বাদ দেওয়ার চিন্তা করবে না টিম ম্যানেজেমেন্ট। তাহলে মিডল অর্ডারে মাহমুদউল্লাহর জন্য জায়গা ছেড়ে দেবেন কে? কোপটা কি তবে পরতে যাচ্ছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ওপর!
অথবা টপ অর্ডারের ব্যাটার কমানোর কথা চিন্তা করতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে সৌম্য সরকার বা তানজিদ হাসান তামিম দুই ওপেনারের একজনকে বাইরে রেখে ওপেনিংয়ে নামতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনে দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকে। সেক্ষেত্রেও মিডল অর্ডারে জায়গা তৈরি হতে পারে মাহমুদউল্লাহর। আবার বোলিং ডিপার্টমেন্ট থেকেও কারও নাম কাটা যেতে পারে। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয়।
সারাবাংলা/এসএইচএস