Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশে মাহমুদউল্লাহ-নাহিদ, টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৪ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৩

নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে।

চোটের জন্য আগের ম্যাচে খেলতে না পারলেও এই ম্যাচের একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাদ পড়েছেন সৌম্য সরকার। রাওয়ালপিন্ডির এই ম্যাচে নেয়া হয়েছে পেসার নাহিদ রানাকে। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন তানজিম হাসান সাকিবকে। নিউজিল্যান্ডের একাদশেও এসেছে দুটি বদল। এসেছেন রাচিন রবীন্দ্র ও কাইল জেমিসন।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড একাদশ:

উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রোর্ক।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

পাবনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৮

আরো

সম্পর্কিত খবর