শান্তর ফিফটি, ব্রেসওয়েলের স্পিনে বিপদে বাংলাদেশ
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২
নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের মাঝপথে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর বাটে ৪৫ রানের ভালো শুরু পেলেও স্পিনার মাইকেল ব্রেসওয়েলের ঘূর্ণিতে একে একে ফিরেছেন তিন মিডল অর্ডার ব্যাটার। রাওয়ালপিন্ডিতে একাই চার উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। ফিফটি করেছেন অধিনায়ক শান্ত। তবুও ধুঁকছে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা হয়েছে ৩০ ওভার। এই ১৮০ বলের মধ্যে ১১৯টিই ডট খেলেছেন বাংলাদেশী ব্যাটাররা।
মাহমুদউল্লাহকে জায়গা করে দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় তানজিদের সাথে ইনিংস ওপেন করেছেন অধিনায়ক শান্ত। ঝুঁকিহীন ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই দুজন তোলেন ৪৫ রান। কিন্তু ব্রেসওয়েলের বলে ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন তানজিদ। তার ব্যাট থেকে ২৪ রান আসে ২৪ বলে। তিনে নেমে মিরাজও সুবিধা করতে পারেননি। ও’রোর্কের বলে মিড অনে স্যান্টনারের হাতে ১৩ রানে আউট হন এই ডানহাতি ব্যাটার।
শেষ তিনটা উইকেট পড়েছে মাত্র ২৭ রানের ব্যবধানে। তিনটাই গেছে ব্রেসওয়েলের দখলে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় আউট হয়েছেন তাকে এক্সট্রা কভারে উড়িয়ে মারতে গিয়ে। মুশফিকুর রহিমও আজ রান পাননি। রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন তিনি। তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। উইকেট ছুঁড়ে এসেছেন মাহমুদউল্লাহও। ব্রেসওয়েলকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে শর্ট থার্ডম্যানে ধরা পড়েন ও’রোর্কের হাতে।
এই ব্যাটিং ধসের মাঝেও আশার আলো হয়ে দাঁড়িয়েছেন অধিনায়ক শান্ত। দশম ওয়ানডে ফিফটি পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে ফিফটি করেছেন শান্ত। ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩১/৫। শান্তর সাথে উইকেটে আছেন আগের ম্যাচে ফিফটি করা জাকের আলী।
সারাবাংলা/জেটি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দল