Monday 24 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে ২ যুগ পুরনো রেকর্ড ভাঙলেন ব্রেসওয়েল

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪২

২৬ রানে ৪ উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল

মাইকেল ব্রেসওয়েল, প্লেইং রোল ব্যাটিং অলরাউন্ডার। মূল দায়িত্ব ব্যাটিং হলেও অফস্পিনটাও মন্দ করেন না। বোলিংয়ে খুব আহামরি টার্ন কিংবা বৈচিত্র্য আছে, তেমনটাও নয়। কিন্তু বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের এই অফস্পিনার দেখা দিলেন ভিন্ন চেহারায়। চার উইকেট তুলে নিয়ে ভেঙেছেন দুই যুগ পুরনো চ্যাম্পিয়নস ট্রফির এক রেকর্ড।

রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাট করতে নেমে ব্রেসওয়েলের স্পিনেই ধুঁকেছে বাংলাদেশ। ১০ ওভার বলে মাত্র ২৬ রানে চার উইকেট নেন তিনি। আর এতেই চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা বোলিং করা কিউই স্পিনার হয়েছেন তিনি। সর্বশেষ ২০০০ সালের আসরে নিউজিল্যান্ডের অফ স্পিনার পল ওয়াইজম্যান চার উইকেট নেন জিম্বাবুয়ের বিপক্ষে।

বিজ্ঞাপন

নাইরোবির জিমখানা মাঠে ৯.২ ওভার বল করে চার উইকেট নেন সাবেক এই স্পিনার। আজ নিউজিল্যান্ডের  দ্বিতীয় স্পিনার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে চার উইকেট নিলেন ব্রেসওয়েল। দুজনই চারটি করে উইকেট নিলেও রান কম দেয়াতে সেরা বোলিং ফিগার ব্রেসওয়েলেরই।

আজ ব্রেসওয়েলের বলে ফিরেছেন তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বাংলাদেশ ক্রিকেট দল মাইকেল ব্রেসওয়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর