Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের সাংবাদিকের চোখে নেইমারদের ভবিষ্যৎ


২১ জুন ২০১৮ ২১:৫৩

।।জাহিদ-ই-হাসান, স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকাঃ বিশ্বকাপ জ্বরে কাঁপছে পুরো বাংলাদেশ। দেশের গ্রামে-গঞ্জে, পাড়ায়-পাড়ায় ছেয়ে গেছে ব্রাজিল-আর্জেন্টিনার ব্যানার-পতাকায়। দেশে এমন ফুটবল উন্মাদনা দেখে বিস্মিত খোদ ব্রাজিল! পাঁচবারের বিশ্বকাপজয়ী দেশেই কিনা এ আসর নিয়ে নেই কোন পাগলামি!

ঢাকায় আসা এক ব্রাজিল সাংবাদিক সারাবাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলাদেশে আসার কারণ। এবং চলমান বিশ্বকাপে নেইমার-কুতিনহোদের নিয়ে ভবিষ্যত নিয়েও জানিয়েছেন তিনি। ব্রাজিলের টিভি গ্লোবোতে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করা এই ব্যক্তির নাম ইগোর তাভারেজ। তাভারেজস ব্রাজিল থেকে তিন সাংবাদিক ক্লেটন কনসারভানি ও তাদের ক্যামেরা ক্রু মিখালেয় বেনটো।

সারাবাংলাঃ বাংলাদেশে আপনাদের আসার কারণ কি?

ইগোঃ বাংলাদেশে আমাদের অ্যাম্বাসি থেকে আমাদের দেশে জানানো হয়, এখানে ব্রাজিল সম্বন্ধে বিশেষ কিছু আছে। বিশ্বকাপে ব্রাজিল নিয়ে অন্যরকম উন্মাদনা হচ্ছে। যেটা বিস্ময়ের সৃষ্টি করেছে আমাদের।

সারাবাংলাঃ কোথাও গিয়েছেন ঘুরতে বা দেখতে?

ইগোঃ পুরান ঢাকায় গিয়েছিলাম। সেখানে গিয়ে বিস্মিত হয়ে গেছি অনেক বেশি। বাংলাদেশের মানুষ ব্রাজিলের জন্য এতো বড় ভক্ত ভাবিনি। যেখানেই গিয়েছি পতাকায় ভরে গেছে। আর বিশেষ দিক এখানের মানুষরা বেশিরভাগই জার্সি পড়ে ঘুরেন। যেটা আমাকে অভিভূত করেছে। ব্যানারতো আছেই। তাছাড়া নারায়ণগঞ্জে যাবো একটা বাড়ি দেখতে যেটা ব্রাজিলের পতাকার রঙে সাজানো হয়েছে। সেটা দেখতে মুখিয়ে আছি। তাছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গিয়েছিলাম বাংলাদেশ ও ব্রাজিলের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনায় অংশ নিতে।

বিজ্ঞাপন

সারাবাংলাঃ ব্রাজিল থেকে তাহলে কি সহযোগিতা পাবে বাংলাদেশ?

ইগোঃ বাংলাদেশ থেকে ব্রাজিলে কয়েকজন প্রতিনিধি আমাদের দেশের ফুটবল ফেডারেশনে যোগাযোগ করেছিল। সেখান থেকে আশ্বাস দেয়া হয়েছে এই দেশে একাডেমিসহ নানা সহযোগিতা করতে। এসব বিষয় আলোচনা হয়েছে। ব্রাজিলকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

সারাবাংলাঃ বাংলাদেশের কোন দিকটা পছন্দ হয়েছে হয়েছে আপনাদের?

ইগোঃ বাংলাদেশ অনেক অতিথিপরায়ণ দেশ। এখানকার মানুষজন অনেক ভালো। এখানের মানুষজন খুব বেশি ফুটবল পাগল। যে বিষয়টা আমাদের দেশেও একইরকম।

সারাবাংলাঃ আপনাদের দেশে এ বিশ্বকাপ নিয়ে কেমন উন্মাদনা লক্ষ্য করছেন?

ইগোঃ ব্রাজিলে গত বিশ্বকাপের পর থেকে উন্মাদনা একেবারে কম। কে কোন চুলের স্টাইল করলো বা করছে তাতে কোন মাথাব্যথা নেই তাদের। গত বিশ্বকাপে সেই ৭-১ গোলের পর থেকে ফুটবল নিয়ে আনমোনা আর হতাশ দেশের মানুষ। তবে, চায় এবার বিশ্বকাপ জিতুক।

সারাবাংলাঃ এবারের বিশ্বকাপ নিয়ে আপনাদের কি মনে হয়?

ইগোঃ গত বিশ্বকাপের তুলনায় এবারের দলটা অনেক শক্তিশালী। যেকোন দলের চেয়ে এবারের দলটা সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে। বেশিরভাগ ফুটবলারই বিশ্বের শক্তিশালী দলে খেলে। এদের মধ্যে সমঝোতাও ভালো। নেইমার-জেসুস-কুতিনহো-ফিরমিন-মার্সেলোর মতো বিশ্বমানের খেলোয়াড় আছে। এবার বিশ্বকাপ জিতে নিবে ব্রাজিল মনে হচ্ছে।

সারাবাংলাঃ দল হিসেবে ভারসাম্য রেখেও সুইজারল্যান্ডের কাছে হোঁচট খেয়েছে…

ইগোঃ প্রথম ম্যাচ দেখে হয়তো এমন হয়েছে মনে হচ্ছে। তাছাড়া সুইজারল্যান্ড দল হিসেবেও ভালো দল। তবে, একটা বিষয় ঠিক করতে হবে ব্রাজিল দলে। সেটা হলো বিশ্বকাপে ফোকাস করা।

বিজ্ঞাপন

সারাবাংলাঃ ধন্যবাদ

ইগোঃ আপনাকেও ধন্যবাদ

নেইমার ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর