নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ হারল কোনো লড়াই না করেই। গতকাল (সোমবার) ২৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে কিউইরা টপকে গেল বাংলাদেশের ২৩৬ রানের লক্ষ্য। কিন্তু হারের ধরনের চেয়ে কথা বেশি হচ্ছে বাংলাদেশি ব্যাটারদের এপ্রোচ নিয়ে। গতকাল ৫০ ওভার ব্যাট করে ১৮১টি ডট বল খেলেছে বাংলাদেশ। অর্থাৎ ৩০০ বলের ইনিংসের অর্ধেকের বেশি ডেলিভারিতেই কোনো রান নিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।
টানা ডট বট খেলা নিয়ে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাখা দিয়ে বললেন, ‘এই জায়গায় তো অবশ্যই উন্নতির সুযোগ আছে। দেখুন, আমরা নিয়মিত তিনশ করি না। এটা সত্যি। মেনে নিতেই হবে। আজকের যদি আপনি ডট বলের কথা বলেন, আমরা ৫ ওভার, ১০ ওভার পরপরই একটা করে উইকেট হারিয়েছি। ওই জায়গায় ব্যাটারদের জন্য খুবই কঠিন যে কীভাবে স্ট্রাইক রোটেট করবো। একটা-দুইটা বড় জুটি হলে এই ব্যাপারটা হতো না।’
ইনিংস বড় করার তাড়নাও অনুভব করছেন শান্ত। জানিয়েছেন নিয়মিত তিনশো কিংবা তার বেশি দলীয় সংগ্রহ করতে না পারার অনভ্যাসেই ম্যাচে ধুঁকছেন তারা। শান্ত বলেন, ‘এই অভ্যাসটা তৈরি করা জরুরি যে, নিয়মিত আমরা কীভাবে তিনশ করতে পারি। আমরা হয়তো একদিন-দুদিন তিনশ করি। এখান থেকে বের হওয়ার জন্য অনুশীলনে বলেন, নিয়মিত কীভাবে ভালো উইকেটে খেলা যায়, নিয়মিত বড় দলের বিপক্ষে এই ধরনের স্কোর গড়া যায়, এটাই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে ডট বল হওয়ার কারণ, আমরা মাঝের ওভারগুলোয় কিছুক্ষণ পরপরই উইকেট দিয়ে দিয়েছি।’
টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বাদ পড়েছে পাকিস্তানও। আগামী ২৭ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে রাওয়ালপিন্ডিতেই মুখোমুখি হচ্ছে দুই দল। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দুই দল ভারত ও নিউজিল্যান্ড।