‘মেয়েদের টিকটক-রিলস নিয়ে আমার কিছু বলার নেই’
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৫
সাবিনা খাতুন, ঋতুপর্না চাকমাসহ ১৮ সিনিয়র ফুটবলারের কোচ বিদ্রোহ, অনুশীলন বয়কট, গণ অবসরের হুমকি, কেন্দ্রীয় চুক্তিতে না থাকা- নাটকের নানান ধাপ পেরিয়ে নারী ফুটবল দলের মনোযোগ আপাতত ফিরেছে মাঠে। দুটি প্রীতি ম্যাচ খেলতে আরব আমিরাতে দল নিয়ে পৌঁছেছেন কোচ পিটার বাটলার। সিনিয়রদের ছাড়া প্রায় নতুন একটা দল নিয়েই আরব আমিরাতের বিপক্ষে লড়বেন তিনি।
নতুন মেয়েদের নিয়ে গড়া এই দল থেকেই সেরা পারফরম্যান্সটা চান বাংলাদেশকে দ্বিতীয় নারী সাফ চ্যাম্পিয়নশিপ এনে দেয়া এই ব্রিটিশ কোচ। এ নিয়ে শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে বাটলার বলেন, ‘এই সফরটা আমাদের পরবর্তী টুর্নামেন্টের প্রস্তুতি। আমি চাই মেয়েরা নির্ভার হয়ে পারফর্ম করবে, নিজেদের মেলে ধরবে। কোনো রকম চাপ অনুভব করবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাদের কাছ থেকে একটা আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখতে চাই।’
কথা বলেছেন বিদ্রোহী ফুটবলারদের নিয়েও। যাদের ফুটবলের বাইরেও বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মে ব্যস্ত থাকতে দেখা যায় ভিডিও বানাতে। এর মধ্যে ভিডিও শেয়ারিং সাইট টিকটক আর ফেসবুক রিলস অন্যতম। নারী ফুটবলারদের টিকটক-রিলস বানানো নিয়েও বেশ বিরক্ত বাটলার, এমন গুঞ্জনও বেশ জোরালো ছিল। মাঠের বাইরের এসব জিনিস ফুটবলারদের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে?
এই প্রশ্নের উত্তরে বাটলার বলেন, ‘আপনিই আমাকে বলুন, ফোন নিয়ে অনুশীলনে কেন আসতে হবে? আপনি ফোন বাড়িতে রেখে এসে ফুটবলে মন দিন। আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, এটা বিভ্রান্তিকর। আর টিকটক, রিলস…এসবে আমি কখনো মত দেব না। শুধু এই দলের খেলোয়াড়দের বলব, আপনারা বাংলাদেশের লক্ষাধিক কিশোর-কিশোরীর জন্য রোল মডেল। অন্যদের আচরণ দ্বারা প্রভাবিত হবেন না, মনে রাখবেন, শৃঙ্খলাই জীবনের চাবিকাঠি।’
সারাবাংলা/জেটি