Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্প ছেড়ে যাওয়া বিদ্রোহী ফুটবলারদের ভবিষ্যত কী?

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৪

প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ নারী ফুটবল দল এখন আরব আমিরাতে। এই সফরে আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কিন্তু ২৩ সদস্যের দলে জায়গা হয়নি কোচ বিদ্রোহে জড়িত সাবিনা খাতুন, ঋতুপর্না চাকমাসহ ১৮ সিনিয়র ফুটবলারের। এমনকি তাদের এখনও নেয়া হয়নি কেন্দ্রী চুক্তিতে। ক্যারিয়ারের সামনে অপেক্ষা করছে তাদের জন্য, জানেন না কেউই। এই দোলাচলে থেকেই ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরেছেন তারা।

নারী ফুটবলাররা কোচ বিদ্রোহ থেকে সরে আসার ঘোষণা দেয়ার পর বাফুফের নারী উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু জানা গেছে এখনও পিটার বাটলারকে কোচ হিসেবে চান না সাবিনারা। তাই বলা চলে এখনও ঝুলেই আছে সেই সংকটের সমাধান।

বিজ্ঞাপন

জাতীয় দলের ব্যস্ততা না থাকায় ছুটি নিয়ে বাড়িতে চলে গেছেন বিদ্রোহী ফুটবলাররা। তাদের অনেকেই জানেন না, আর ক্যাম্পে ফেরা হবে কিনা। নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক ফুটবলার সংশয় জানিয়েছেন এ নিয়ে। শেষ পর্যন্ত দাবি মানা না হলে অবসরের চিন্তাভাবনাও করে রেখেছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটবলার বলেন, ‘আমরা আসলে জানি না পরে কি হবে। আমাদের ভবিষ্যৎ কি হবে তা আমিরাতের ম্যাচের পর আলোচনা করে সিদ্ধান্ত হবে। আগে এই ম্যাচটা যাক। আমরা আলোচনা করে ঠিক করবো। তবে বাটলারের সঙ্গে আমরা এখনো কাজ করতে চাই না। ’

এদিকে বাটলারের পরিকল্পনা নতুনদের নিয়ে। তরুণদের নিয়েই এগিয়ে যেতে চান তিনি। ২৩ সদসের ঘোষিত স্কোয়াডে সাফজয়ীদের মধ্য থেকে ডাক পেয়েছেন আটজন, প্রথমবার স্কোয়াডে এসেছেন আরো আটজন। বাটলারও বাফুফেকে বলেছিলেন সাবিনা-সহ বেশ কজন নারী ফুটবলারকে আর তার দলে চান না।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

পিটার বাটলার বাফুফে বাংলাদেশ নারী ফুটবল দল সাবিনা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর