Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে টসই হয়নি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৭ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৯

বৃষ্টিতে টস হয়নি দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচে

রাওয়ালপিন্ডিতে আজ সকাল থেকে বৃষ্টির বাগড়া। তাই বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনও টসই হয়নি চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের। পুরো মাঠ ঢেকে দেয়া হয়েছে ত্রিপলে। দর্শকরা দলে দলে এলেও বৃষ্টি না কমায় চলে গেছেন বেশিরভাগই।

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকা হারিয়েছে আফগানিস্তানকে। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছে চ্যাম্পিয়নস ট্রফির রেকর্ড সর্বোচ্চ রান তাড়া করে। তাই সেমিফাইনাল নিশ্চিত করতে আজকের এই ম্যাচটা গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও বৃষ্টি থামেনি রাওয়ালপিন্ডিতে। আজ ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে, ক্রিকেট বিষয়ক একাধিক সংবাদমাধ্যমের বরাতে।

বিজ্ঞাপন

অবশ্য ম্যাচ এখনই পরিত্যক্ত ঘোষণা হয়নি।  ফলাফল আনতে ডি/এল মেথড অনুযায়ী ওয়ানডেতে কমপক্ষে দুই ইনিংসে ২০ ওভার করে খেলা হওয়া বাধ্যতামূলক। কমপক্ষে ২০ ওভারের ম্যাচ মাঠে গড়াতে কাট অফ টাইম বাংলাদেশ সময় রাত ৮টা ৩২ মিনিট।

নেট রান রেটে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ২.১৪০ নেট রান রেট তাদের। অজিদের নেট রান রেট ০.৪৭৫।  ওদিকে ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই হারিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর