মে মাসে বাংলাদেশ যাবে পাকিস্তানে, জুলাইয়ে পাকিস্তান আসবে বাংলাদেশে
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪২
আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। দু’দলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি অনেকটা নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। চলতি বছর আরও বেশ কয়েকবার একে অপরের বিপক্ষে খেলবে দুই দল।
আইসিসির ভবিষ্যত সফর সূচি এফটিপি অনুযায়ী আগামী মে মাসে আবারও পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের।
জানা গেল, জুলাই-আগস্টে পাকিস্তান দলও বাংলাদেশ সফরে আসবে। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
গত পরশু দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচকে ঘিরে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড কর্তারা একত্রিত হয়েছিলেন। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মাহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাতে ফারুক আহমেদ জুলাইয়ে পাকিস্তানকে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রণ জানান। পিসিবি সভাপতি মাহসিন নাকভি তাতে সম্মতিও দিয়েছেন।
ফারুক আহমেদ বলেনছেন, ‘বড় আসরে অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যখন দেখা হয়, তখন অনেক কিছু নিয়েই কথা হয়। পিসিবির সঙ্গে আমাদেরও সে রকম কিছু আলোচনা হয়েছে। তারা ওই সময়ে বাংলাদেশে দল পাঠাতে সম্মতি দিয়েছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া বাংলাদেশকে এরপর খেলার মধ্যেই থাকতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দুটি টেস্ট খেলবে আফ্রিকান দলটি। তার পরপরই আসবে পাকিস্তান।
সারাবাংলা/এসএইচএস