Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের সেই আলোচিত দর্শক গ্রেপ্তার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে ঘটেছে এক অনাকাঙ্খিত ঘটনা। হুট করেই মাঠে ঢুকে পরেন এক দর্শক। মাঠে ঢুকে নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্রকে জড়িয়ে ধরেন ওই দর্শক। বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই দর্শকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পিসিবি। যার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে সেই দর্শককে।

ক্রিকেট মাঠে হুট করে দর্শক ঢুকে যাওয়ার ঘটনা মাঝে মধ্যেই দেখা যায়। প্রিয় ক্রিকেটারকে কাছ থেকে দেখতে বা আলিঙ্গন করতে এমন কাণ্ড ঘটান অনেকে। কিন্তু বিষয়টা যে নিরাপত্তা বিঘ্নিত করার মতো ব্যাপার সেটাও ঠিক।

বিজ্ঞাপন

এদিকে, অনেক কাঠখড় পুড়িয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়েও অনেক জলঘোলা হয়েছে। ফলে নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় পিসিবি।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে মাঠে ঢুকে পড়া সেই দর্শককে তখনই আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই দর্শককে পাকিস্তানের সকল স্টেডিয়ামে নিষিদ্ধও করা হয়েছে।

এমন ঘটনা যাতে আর না ঘটে সে জন্য কঠোর বার্তাও দিয়েছে পিসিবি। পিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ‘রাওয়ালপিন্ডিতে এক দর্শক মাঠে ঢুকে পড়ায় নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার ঘটনাকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে পিসিবি। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা আমাদের কাছে বরাবর অগ্রাধিকার পায়। দায়িত্বশীল সংস্থা হিসেবে পিসিবি স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে। পাকিস্তানের সব ভেন্যুতেই খেলার সময় মাঠে বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে।’

বিজ্ঞাপন

‘যে দর্শক মাঠে ঢুকেছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পেশ করা হয়। সেই সঙ্গে পাকিস্তানের সব ভেন্যুতে ঢোকা থেকে আজীবন নির্বাসিত করা হয়েছে সেই দর্শককে। এমন ঘটনা আটকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে।’

উল্লেখ্য, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

বিজ্ঞাপন

জামালপুরে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯

আরো

সম্পর্কিত খবর