দুবাইয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ম্যাচ আজ
২ মার্চ ২০২৫ ১৬:২৩
দুবাইয়ে চলছে ভারত-নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ। ক্রিকেটের সাথে দুবাইয়ের আরও একটা ম্যাচে নজর থাকবে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের। আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে রাত ১০টায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে হারায় আজকের অনুষ্ঠেয় এই ম্যাচ বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই।
দুটি প্রীতি ম্যাচের এই সফরে বাংলাদেশের সিনিয়র ফুটবলারদের কেউই নেই,। সাবিনা-মাসুরাদের ছাড়াই খেলতে এসেছেন পিটার বাটলার। তরুণ ফুটবলারদের দিয়েই দল গড়েছেন তিনি, নেতৃত্ব দিচ্ছেন আফঈদা খন্দকার। অবশ্য দ্বিতীয় এই ম্যাচটা ফিফার স্বীকৃতি পাচ্ছে না নির্ধারিত ম্যাচ উইন্ডোর বাইরে হওয়ায়। তবে নতুন দল নিয়ে হারের পর অধিনায়ক-কোচ দুজনই খুঁজছেন শিক্ষণীয় ব্যাপার।
সাবিনা খাতুন, মনিকা চাকামাদের মতো অভিজ্ঞদের ছাড়া নতুনদের নিয়ে প্রথম ম্যাচে ফল পক্ষে না এলেও সেই হারের পক্ষে কোনো অজুহাত দেননি বাটলার। বরং র্যাংকিংয়ে ঢের এগিয়ে থাকা আরব আমিরাতের সাথে মেয়েদের লড়াইয়ের প্রশংসা করেছেন তিনি। এই ব্রিটিশ কোচের বিশ্বাস গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ফিরে আসবে তার দল।
গতকাল (শনিবার) আমিরাতে শুরু হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের রমজান মাস। তাই একটু রাত করেই প্রস্তুতি সারতে হয়েছে দলকে। আজকের দ্বিতীয় ম্যাচের পর সরাসরি দেশের বিমান ধরবে বাংলাদেশ নারী দল।
সারাবাংলা/জেটি