বদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম
৩ মার্চ ২০২৫ ১৭:০৯ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২০:২৩
পাল্টে গেল রাজধানীর পূর্বাচলে অবস্থিত নির্মানাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম। এই ভেন্যুর নতুন নামকরণ হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।
আজ (সোমবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। ৩২ মিনিট ব্যাপী এই সংবাদ সম্মেলনে বোর্ড সভায় আলোচিত আরও অনেক বিষয়াদি নিয়ে মিঠুর সাথে কথা বলেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
পূর্বাচলের নির্মাণ কাজ চলমান থাকা এই স্টেডিয়ামের নামকরণ নিয়ে মিঠু বলেন, ‘আজকের মিটিংয়ে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি আমরা। আপনারা জানেন সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে… এখন থেকে বলা হবে এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। এটা করা হয়েছে।’
গত ০৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও লেগেছে নতুন নামকরণের ছোঁয়া। দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্থাপনার নামও ছিল বিগত সরকার প্রধানের পরিবারের ভিন্ন ভিন্ন সদস্যদের নামে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সেসব স্থাপনার নাম বদলের সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পর্যায়ের ১৫০টি স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ঘোষণায় বদলানো হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামও। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐতিহাসিক ভেন্যুটির নতুন নাম-‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।
সারাবাংলা/জেটি
ইফতেখার রহমান মিঠু নাজমুল আবেদীন ফাহিম বিসিবি শেখ হাসিনা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম