লিটন রান পেয়েছেন তবে হেরেছে গুলশান
১০ মার্চ ২০২৫ ২০:০৫
অনেকদিন অফ ফর্মে থাকা লিটন দাস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ রান পেয়েছেন। অগ্রণী ব্যাংকের বিপক্ষে দারুণ এক ফিফটি পেয়েছেন গুলশান ক্লাবের টপ অর্ডার ব্যাটার। তবে লিটন রানে ফেরার দিনে তার দল হেরেছে। বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে গুলশান ক্লাব। লিগে দিনের অপর ম্যাচে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
আজ সোমবার (১০ মার্চ) প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ মাঠে গড়িয়েছে। মিরপুরে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচে শাইনপুকুরকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বাকি দুটি ম্যাচ হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে।
বিকেএসপির তিন নম্বর মাঠে গুশলান ক্লাবের মুখোমুখি হয়েছিল অগ্রণী ব্যাংক। ম্যাচে ৪৯ ওভারে ২২২ রানে গুটিয়ে যায় প্রথমে ব্যাটিং করতে নামা গুলশান ক্লাব। তবে আনন্দের খবর, রানে ফিরেছেন লিটন। গুলশান ক্লাবের হয়ে ৬২ বলে ৫টি চার ১টি ছয়ে ৬০ রান করেছেন লিটন। শেষ দিকে মঈনুল ইসলাম ৪১ বলে ২২ রান করে দলের রানকে দুইশ’র ওপারে নিয়েছেন।
পরে জবাব দিতে নেমে ৯ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে বেশ বিপদেই পরে অগ্রণী ব্যাংক। তবে তারপর ইমরানুজ্জামান ও অমিত হাসান ১৩৪ রানের জুটি গড়েন। ৯৮ বলে ৭৫ রান করে ফেরেন ইমরানুজ্জামান। অমিন ৯৪ বলে ৬৩ রান করে ফেরেন। এই দুজন ফেরার পর মার্শাল আইয়ূব ৫৪ বলে অপরাজিত ৪০ ও তাইবুর রহমান ৩৯ বলে ৩৫ রান করে অগ্রণী ব্যাংকের জয় নিশ্চিত করেছেন। ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে দলটি।
বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ম্যাচে ধানমন্ডি ক্লাবকে স্রেফ উড়িয়ে দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাটিং করে ২৯৮ রান তোলে গাজী। অধিনায়ক এনামুল হক বিজয় ৯৪ বলে ৬৯, শামসুর রহমান ৭২ বলে ৬০ রান করেন। শেষ দিকে আমিনুল ইসলা ৩০ বলে ৪৪ রান করে দলের রান তিনশর কাছাকাছি নিয়েছেন।
পরে জবাব দিতে নেমে ৩৪.২ ওভারে ১২৩ রানে গুটিয়ে গেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
সারাবাংলা/এসএইচএস