Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৭ বিশ্বকাপেও খেলবেন রোহিত?

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৫ ১৬:৫১

রোহিত শর্মা

আগামী ওয়ানডে বিশ্বকাপ আসতে আসতে রোহিত শর্মার বয়স হয়ে যাবে ৩৯। অতদিন পর্যন্ত কি নিজেকে খেলার মতো ফিট রাখতে পারবেন ভারতের বর্তমান অধিনায়ক? রোহিত নিজেও জানেন না, অতদিন খেলা চালিয়ে যেতে পারবেন কিনা। তবে এখনই আশা ছাড়ছেন না ভারতকে তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফি জেতানো এই অধিনায়ক। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও তাকে দেখা যেতে পারে ভারতের জার্সিতে।

গতকাল (মঙ্গলবার) প্রকাশিত আইসিসি ডিজিটালকে দেয়া সাক্ষাতকারে রোহিত বলেন, ‘২০২৭ বিশ্বকাপে খেলতে পারব কিনা, এখনই বলা কঠিন। তবে সব ধরনের সম্ভাবনার দুয়ারই আমি খোলা রাখছি। দেখতে চাই ততদিন পর্যন্ত কতটা ভালো খেলতে পারি। এখনকার কথা বললে আমি বেশ, বেশ ভালো খেলছি। এই দলটার সাথে যা যা করছি সবই উপভোগ করে যাচ্ছি। দলের সবাইও আমার সঙ্গে বেশ মজা পাচ্ছে বলেই মনে হচ্ছে।’

বিজ্ঞাপন

রোহিত আরও বলেন, ‘২০২৭ নিয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে আগে যেমনটা বললাম; সব অপশনই খোলা রাখছি।’

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগ থেকে ভারতের ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন উঠেছিল ওয়ানডে থেকে অবসর ঘোষণা করতে পারেন রোহিত।এবারের ফাইনালের আগে আবার মাথাচাড়া দিয়েছিল সেই পুরনো অবসরের গুঞ্জন। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের সহ-অধিনায়ক শুবমান গিলও বলে গিয়েছেন অবসর নিয়ে তাদের কিছুই জানাননি রোহিত।

তবে ফাইনাল জেতার পর সংবাদ সম্মেলনে এসে রোহিত নিজেই জানালেন, ওয়ানডে ক্রিকেটটা এখনই ছাড়ছেন না তিনি। অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে বললেন, আরও কিছুদিন এই ফরম্যাটে থাকছেন তিনি। এর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীনও টেস্ট ক্রিকেট থেকে তার সরে যাওয়ার আলোচনা হচ্ছিল ভারতীয় গণমাধ্যমে। সেবারও সরাসরি নাকচ করে দিয়েছেন সব সম্ভাবনা।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন হয়ে সংবাদ সম্মেলনে গিয়েছিলেন ট্রফিটা সাথে নিয়ে। নানান প্রশ্ন উত্তর শেষে উঠে যাওয়ার আগে নিজেই বললেন, ‘আরও একটা জিনিস, আমি এই ফরম্যাট থেকে এখনই অবসরে যাচ্ছি না। বলার অর্থ একটাই, অযথা যেন আর কোনো গুঞ্জন না ছড়ায়।’

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ভারত ক্রিকেট দল রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর