হৃদয়ের বন্ধুমহলে মাহমুদউল্লাহর নাম ছিল ‘পেইন-কিলার’
১৩ মার্চ ২০২৫ ১৪:১২
প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠ থেকে বিদায় নেননি, গতকাল (বুধবার) রাতে অবসরের ঘোষণা দিয়েছেন নিজের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে। এরই মধ্য দিয়ে থেমে গেল মাহমুদউল্লাহর দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। বিদায় বেলায় অভিজ্ঞ এই সতীর্থের প্রতি ধন্যবাদ জানিয়েছেন সাবেক-বর্তমান অনেক ক্রিকেটারই। তবে এই তালিকায় তাওহিদ হৃদয় ছিলেন সবার চেয়ে এগিয়ে।
ক্যারিয়ারজুড়ে ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে বেশ কিছু কার্যকরী ইনিংস খেলার জন্য মাহমুদউল্লাহর ডাকনাম হয়ে গিয়েছিল সাইলেন্ট কিলার। তাকে বলা হতো আড়ালের নায়কও। সেসবই উঠে এসেছে হৃদয়ের লেখার।
মাহমুদউল্লাহর প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করে নিজের ফেসবুক পেইজ থেকে পোস্ট দিয়েছেন হৃদয়। ডানহাতি এই ব্যাটার লেখেন,’ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট মুহুর্তের জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিলো “পেইন-কিলার”। এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি। আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন, অবসর জীবনের জন্য শুভকামনা!!’
সারাবাংলা/জেটি