Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাইপর্বে জ্যোতিদের ম্যাচ কবে, কখন

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৫ ১৬:২৭

লাহোরে বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতলে আগামী নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে সরাসরিই খেলতে পারতেন নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু উল্টো হোয়াইটওয়াশ হওয়াতে এখন খেলতে হবে লাহোরে আগামী ০৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপের বাছাইপর্বে।

৬ দলের অংশগ্রহণে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে বাছাইপর্ব। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল চলে যাবে চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বের টিকেট। ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।

বাছাইপর্বের দ্বিতীয় দিন অর্থাৎ ১০ এপ্রিল, লাহোর সিটি ক্লাব ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশ খেলবে  তাদের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ থাইল্যান্ড। গাদ্দাফি স্টেডিয়ামে ১৩ এপ্রিল দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৫ এপ্রিল একই মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দুইদিন পর ১৭ এপ্রিল আবার ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব। বাছাইপর্বের ল লড়াইয়ের আগে ৫ ও ৭ এপ্রিল দুটি আলাদা প্রস্তুতি ম্যাচ খেলবেন জ্যোতিরা।

সারাবাংলা/জেটি