হামজা নাকি সাকিব প্রশ্নে যা বললেন হামজা
১৭ মার্চ ২০২৫ ২৩:৩৪
বাংলাদেশের জার্সিতে এখনো অভিষেক হয়নি হামজা চৌধুরীর। তবে ইতোমধ্যেই বড় তারকা বনে গেছেন এই ফুটবলার। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার সব ধরনের প্রস্তুতি শেষ। আজ বাংলাদেশে পা রেখেছেন। কদিন পর ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা হামজার।
আজ বিমানবন্দর থেকে নামার পর থেকেই রাজসিক সংবর্ধনায় সিক্ত হামজা। ঢাকা থেকে গ্রামের বাড়ি হবিগঞ্জে যাওয়া পর্যন্ত জনতার শ্রোত দেখেছেন হামজা। তাকে বরণ করে নিতে ফুলের তোড়া, ফ্লেয়ার ও পতাকা নিয়ে হাজির হয়েছেন ভক্তরা। এক কথায় বাংলাদেশে পা রাখতেই ক্রীড়াঙ্গনে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তরুণ এই ফুটবলার।
তাতে ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গেও তুলনা উঠছে হামজার। সাকিব নাকি হামজা, কে বড় তারকা এমন আলোচনায় সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম।
এমন প্রশ্ন শুনে হেসে ফেললেন হামজা চৌধুরী। আজ ঢাকা পৌঁছে সেখান থেকে সরকারি হবিগঞ্জের নিজ বাড়িতে গেছেন হামজা। সেখান সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাকিব নাকি তিনি কে বড় তারকা, এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে হামজাকে।
তারকা এই ফুটবলার বলেন, ‘আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগাস্টার। সে বিশ্ব লেভেলে অনেক বছর বছর ডমিনেট করেছে। আমার মনে হয় না… (তার সঙ্গে তুলনা করা ঠিক)।’
হামজা শুধু বলার জন্য বলেছেন তেমনটা নয়, তিনি সাকিবকে ভালোভাবেই চেনেন। সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ভালো ধারণাও আছে তার।
বলেছেন, ‘সাকিব অনেক উঁচু মানের খেলোয়াড়। ব্যাটিং–বোলিং দুটোতেই ভালো। বড় ম্যাচে ও কঠিন মুহূর্তে ভালো খেলতে পারেন। তাঁর ব্যক্তিত্ব আমার ভালো লাগে। তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা। বাংলাদেশের খেলা থাকলে আমি সব সময় আপডেট নেওয়ার চেষ্টা করি।’
ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির একাডেমিতে বেড়ে উঠা হামজা প্রিমিয়ার লিগ খেলেছেন ক্লাবটির হয়ে। বর্তমানে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।
সারাবাংলা/এসএইচএস