শান্তর স্বস্তির সেঞ্চুরি, শীর্ষে আবাহনী
১৮ মার্চ ২০২৫ ২০:৫৫
অনেকদিন রান খরায় ভোগা জাতীয় দলের অধিনায়ক দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন। শান্তর সেঞ্চুরির দিনে তার দল আবাহনী লিমিডেট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জয় পেয়েছে। আজকের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আবাহনী। লিগে দিনের অপর ম্যাচ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
নাজমুল হোসেন শান্তর ব্যাট হাতে মন্দ সময় চলছিল অনেকদিন যাবত। গত বিপিএলে নিয়মিত সেরা একাদশে জায়গাই পাননি। অফ ফর্ম নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের একটা ইনিংস খেলেছিলেন। সম্প্রতি সময়ে সেটাই ছিল শান্তর বলার মতো রান। তারপর ডিপিএলে ফিরেও রান পাচ্ছিলেন না। সেই রান খরাটা আজ ঘুচল। ১০৮ বল খেলে ১০১ রান করে শান্তই আজ ম্যাচ সেরা।
মঙ্গলবার (১৮ মার্চ) সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করে জিতেছে আবাহনী। আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯২ রান তোলে রূপগঞ্জ। রূপগঞ্জের হয়ে ওপেনার সাইফ হাসান ১০৩ বলে ৬৭ রান করেছেন। মাহমুদুল হাসান জয় ৫৪ বলে ৫৮ রান করেন। আবাহনীর হয়ে নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নিয়েছেন।
জবাব দিতে নেমে আবাহনীর শুরুটা ভালো হয়নি। শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় দলটি। তবে দ্বিতীয় উইকেট তরুণ জিসান আলমকে নিয়ে দারুণ এক জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। জিসান ৪৬ বলে ৫ চারে ৪৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে।
নাজমুল হোসেন ১০৮ বলে ১২টি চার ২টি ছক্কার সাহায্যে ১০২ রান করে ফিরেছেন। আবাহনীর জয়ের বাকি কাজটা সেরেছেন মোহাম্মদ মিঠুন, মুমিনুল হকরা। মিঠুন ৩৭ বলে ৩৪ রান করেন। আর মুমিনুল হক ৩২ বলে ৩ চারে করেছেন ৩৪ রান। ৪৮.৪ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে আবাহনী।
দিনের অপর ম্যাচে আগে ব্যাটিং করে বড় স্কোর গড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। চার ফিফটিতে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৮ রান তোলে দলটি। ওপেনার সাব্বির হোসেন ৭০ বলে ৫০, তিনে নামা সাকিব হাসান ৮৬ বলে ৬৪ রান করেন। মিডল অর্ডারে অধিনায়ক ইরফান শুক্কুর ৫২ বলে ৫৬ রানের একটা ইনিংস খেলেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোরটা বড় হয়েছে শেষ দিকে শামীম পাটোয়ারীর ব্যাটিং ঝড়ে। মাত্র ৩৭ বলে ৬টি চার ২টি ছয়ে ৬২ রান করেছেন শামীম।
পরে জবাব দিতে নেমে এক বল বাকি থাকতে ২৫৩ রানে গুটিয়ে গেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। দলটির হয়ে বলার মতো রান পেয়েছেন কেবল ফজলে রাব্বি। ১০৩ বলে ৩টি করে চার-ছয়ে ৭৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেছেন ইয়াছির আলি রাব্বি।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও আরাফত সানি।
সারাবাংলা/এসএইচএস