‘সুনীল ভালো, তবে হামজা প্রিমিয়ার লিগের ফুটবলার’
১৯ মার্চ ২০২৫ ১৮:০২
২০২৪ সালের ১৬ মে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন সুনীল ছেত্রী। তবে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের আগে আবার অবসর ভেঙে ফিরেছেন আন্তর্জাতিক ফুটবলের চতুর্থ সর্বোচ্চ এই গোলস্কোরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন, ইংল্যান্ডের ক্লাব ফুটবল থেকে বাংলাদেশ দলে যোগ দেয়া হামজা চৌধুরীর জবাব দিতেই নাকি তাকে ফিরিয়েছে ভারত।
আগামীকাল ভারতের শিলংয়ের উদ্দেশ্য রওনা হবে বাংলাদেশ দল। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে (বুধবার) আয়োজিত হয়েছে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন। সেখানেই অধিনায়ক জামাল ভূঁইয়ার দিকে প্রশ্ন গেল, আসন্ন বাছাইপর্বের ম্যাচটা হামজা বনাম সুনীল ছেত্রী হতে যাচ্ছে কিনা? উত্তরে জামাল জানালেন, দুজনের মধ্যে তুলনা করতে চান না।
ভারতের হয়ে দীর্ঘদিন খেলেছেন সুনীল, দলকে নেতৃত্বও দিয়েছেন। ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরারও তিনি। ওদিকে লেস্টার সিটির জার্সিতে হামজা খেলে এসেছেন ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে, ইংলিশ প্রিমিয়ার লিগ। বর্তমানে খেলেছেন ইংলিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তরে শেফিল্ড ইউনাইটেডে। তুলনা না করলেও দুজনের পার্থক্যটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক।
জামাল বলেন, ‘আমার মনে হয় না সুনীল ছেত্রীকে আপনি হামজার সাথে তুলনা করতে পারবেন। হ্যাঁ, ভারতের জন্য সুনীলের অনেক অর্জন, নিজের দেশকে অনেক কিছু দিয়েছে। কিন্তু সত্যি বলতে হামজা প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার।’
আগামী ২৫ মার্চ শিলংয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত, এই ম্যাচে অভিষেক হতে পারে হামজার।
সারাবাংলা/জেটি