Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডের বদলে পাকিস্তানের বিপক্ষে শুধু টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৩:২৫ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৩:২৯

সামনেই জিম্বাবুয়ে সিরিজ। এরপর পাকিস্তানের বিপক্ষে পর পর দুই সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। আইসিসি ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী আগামী মে মাসে পাকিস্তানে গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের। জুলাইয়ে পাকিস্তানের বাংলাদেশ সফরে আসার কথা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। তবে শোনা যাচ্ছে, এই সিরিজে পরিবর্তন আসছে।

ওয়ানডে নয়, দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাইছে। দুই সিরিজ মিলিয়ে আট ম্যাচই ওয়ানডের বদলে টি-টোয়েন্টি খেলতে চায় দুই দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বলছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবিও নাকি তাতে সবুজ সংকেত দিয়েছে।

বিজ্ঞাপন

মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশি বেশি টি-টোয়েন্টি খেলার চেষ্টা দলগুলোর। এই চেষ্টার প্রেক্ষিতেই পাকিস্তানের এমন প্রস্তাব।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলংকায়। তার আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই এশিয়া কাপও টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা। ফলে গুরুত্বপূর্ণ দুটি টি-টোয়েন্টি আসরের আগে বেশি বেশি টি-টোয়েন্টি খেলার কথা ভাবনা স্বাভাবিকই।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর বাংলাদেশি ক্রিকেটাররা এখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে ব্যস্ত। এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল। এই সিরিজ শেষ হতেই শুরু হয়ে যাবে পাকিস্তান সিরিজের তোড়জোড়।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো