হার্টে রিং পরানো হয়েছে তামিমের, আইসিইউ থেকে সিসিইউতে স্থানান্তর
২৪ মার্চ ২০২৫ ১৩:৫২ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৪:০০
হঠাৎ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। আইসিইউ থেকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটারকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। এদিকে, হাসপাতালে উপস্থিত বিসিবির ম্যাচ রেফারি দেবব্রত পাল জানান, তামিমেরে হার্টে দুটি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছন চিকিৎসকরা।
আজ সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলার সময় মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। তড়িঘড়ি করে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা যায়, সকালে বুকে ব্যথা অনুভব করার পর ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। ইসিজি করানোর পর হার্টে হালকা সমস্যা দেখা যাচ্ছিল। পরে তামিম এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আসতে চেয়েছেন। সে অনুযায়ী বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্সও ডাকা হয়। কিন্তু হাসপাতাল থেকে যখন বিকেএসপির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আবারও বুকে বুকে ব্যথা শুরু হয়। পরে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আপাতত সেখানেই পর্যবেক্ষণে আছেন তামিম।
আরও পড়ুন- তামিম ইকবালের হার্ট অ্যাটাক: এখন পর্যন্ত যা জানা গেল
ইতোমধ্যেই তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও বড় ভাই জাতীয় দলের সাবেক অধিনায়ক নাফিস ইকবালসহ পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে পৌঁছেছেন। জরুরী বোর্ড সভা স্থগিত করে বিসিবির কর্মকর্তারাও হাসপাতালে গিয়ে পৌঁছেছেন।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের আগে নির্ধারিত সময়ে টসও করেন তামিম। কিন্তু বুকের ব্যথার কারণে নামতে পারেননি মাঠে। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন তামিম।
আরও পড়ুন- তামিমের হার্ট অ্যাটাক, মাঠ থেকে হাসপাতালে
সারাবাংলা/এসএইচএস