তামিমের অবস্থা অনুকূলের দিকে: চিকিৎসক
২৪ মার্চ ২০২৫ ১৫:২৫ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৬:০২
হার্ট অ্যাটাক করে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের অবস্থা এখন অনুকূলে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। ফজিলাতুন্নেছা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর রাজব বলেছেন, আমরা আশাবাদি তামিম ইকবাল ভালো হয়ে অমাদের মাঝে ফিরে আসবেন।
সোমবার (২৪ মার্চ) ডিপিএলের ম্যাচ চলাকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। দ্বিতীয় দফায় হার্ড অ্যাটাকের পর আইসিইউতে নেওয়া হয় তামিমকে। পরে তার হার্টে রিং পরিয়ে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
সাংবাদিকদের তামিমের বর্তমান অবস্থা জানাতে গিয়ে চিকিৎসক রাজিব বলেছেন, তামিমের হার্টের একটি ব্লক পুরোপুরি খুলে গেছে।
তিনি বলেন, ‘নয়টা সাড়ে নয়টার দিকে তামিম বিকেএসপিতে অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয়। তারপর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আমরা চিন্তা করি যে ঢাকায় স্থানান্তর করা যাবে কিনা। বিভিন্ন কারণে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসা হয়। পরবর্তীতে উনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। ক্রিটিক্যাল কন্ডিশনে তিনি আবার আমাদের কাছে আসেন। এবং সেই পরিস্থিতি থেকে যত যা সম্ভব করা হয়েছে। আল্লাহ রহমতে এখন কন্ডিশনটা অনুকুলে আছে।’
ডক্টর রাজিব বলেন, ‘ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়েছে। এটা খুব স্মুথলি এবং এফিশিয়েন্টলি হয়েছে। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। তবে এখনো উনার ক্রিটিক্যাল কন্ডিশন কাটেনি। এটার জন্য সময় লাগবে। আমরা সবাই উনার জন্য চেষ্টা করছি। আপনারা উনার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় তামিম ভাই যেন আবারও আমাদের মাঝে ফিরে আসে। আমরা আশাবাদি তিনি আবারও ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলার সময় মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। তড়িঘড়ি করে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা যায়, সকালে বুকে ব্যথা অনুভব করার পর ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। ইসিজি করানোর পর হার্টে হালকা সমস্যা দেখা যাচ্ছিল। পরে তামিম এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আসতে চেয়েছেন। সে অনুযায়ী বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্সও ডাকা হয়। কিন্তু হাসপাতাল থেকে যখন বিকেএসপির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আবারও বুকে বুকে ব্যথা শুরু হয়। পরে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আপাতত সেখানেই পর্যবেক্ষণে আছেন তামিম।
আরও পড়ুন- তামিম ইকবালের হার্ট অ্যাটাক: এখন পর্যন্ত যা জানা গেল
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের আগে নির্ধারিত সময়ে টসও করেন তামিম। কিন্তু বুকের ব্যথার কারণে নামতে পারেননি মাঠে। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন তামিম।
আরও পড়ুন- তামিমের হার্ট অ্যাটাক, মাঠ থেকে হাসপাতালে
সারাবাংলা/এসএইচএস