জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সঙ্গে
২৪ মার্চ ২০২৫ ১৫:৫০ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৭:৩৮
হার্ট অ্যাটাক করে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি।
সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিট থেকে বের হয়ে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। তামিমের চাচা বিসিবির অপর পরিচালক আকরাম খানও তখন পাশে ছিলেন।
আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তামিম। চিকিৎসকদের ভাষ্য মতে, রিং পরানোর পরের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ।
সোমবার (২৪ মার্চ) ডিপিএলের ম্যাচ চলাকালে বুকে ব্যথা নিয়ে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। দ্বিতীয় দফায় হার্ড অ্যাটাকের পর আইসিইউতে নেওয়া হয় তামিমকে। পরে তার হার্টে রিং পরিয়ে সিসিইউতে স্থানান্তর করা হয়।
এর আগে ফজিলাতুন্নেছা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর রাজিব বলেছিলেন, আমরা আশাবাদি তামিম ইকবাল ভালো হয়ে অমাদের মাঝে ফিরে আসবেন। তামিমের অবস্থা এখন অনুকূলে বলেছিলেন তিনি।
সাংবাদিকদের তামিমের বর্তমান অবস্থা জানাতে গিয়ে চিকিৎসক রাজিব বলেছেন, তামিমের হার্টের একটি ব্লক পুরোপুরি খুলে গেছে।
ডক্টর রাজিব বলেন, ‘ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়েছে। এটা খুব স্মুথলি এবং এফিশিয়েন্টলি হয়েছে। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। তবে এখনো উনার ক্রিটিক্যাল কন্ডিশন কাটেনি। এটার জন্য সময় লাগবে। আমরা সবাই উনার জন্য চেষ্টা করছি। আপনারা উনার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় তামিম ভাই যেন আবারও আমাদের মাঝে ফিরে আসে। আমরা আশাবাদি তিনি আবারও ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলার সময় মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। তড়িঘড়ি করে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা যায়, সকালে বুকে ব্যথা অনুভব করার পর ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। ইসিজি করানোর পর হার্টে হালকা সমস্যা দেখা যাচ্ছিল। পরে তামিম এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আসতে চেয়েছেন। সে অনুযায়ী বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্সও ডাকা হয়। কিন্তু হাসপাতাল থেকে যখন বিকেএসপির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আবারও বুকে বুকে ব্যথা শুরু হয়। পরে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আপাতত সেখানেই পর্যবেক্ষণে আছেন তামিম।
আরও পড়ুন- তামিম ইকবালের হার্ট অ্যাটাক: এখন পর্যন্ত যা জানা গেল
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের আগে নির্ধারিত সময়ে টসও করেন তামিম। কিন্তু বুকের ব্যথার কারণে নামতে পারেননি মাঠে। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন তামিম।
আরও পড়ুন- তামিমের হার্ট অ্যাটাক, মাঠ থেকে হাসপাতালে
সারাবাংলা/এসএইচএস