তাসকিনকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা
৮ এপ্রিল ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৭:০৭
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।
ইনজুরির কারণে দুই ম্যাচ সিরিজের কোনটিতেই থাকতে পারবেন না তাসজিন। তার বদলে দলে প্রথমবার ডাকা হয়েছে অপর তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে।
পিএসএল খেলতে যাওয়া লিটন দাসকে রাখা হয়নি স্কোয়াডে। দলে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ইনজুরির কারণে গত ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি।
লিটনের অনুপস্থিতিতে মুশফিক ছাড়া দলে উইকেটরক্ষক ব্যাটার আরও দুজন- জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাসকিনের অনুপস্থিতিতে দলে পেসার মোট চারজন। নাহিদ রানা, হাসান মাহমুদের সঙ্গে খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
দলে স্পিনার দুজন- তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। দলে ব্যাটার হিসেবে আছেন- অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম ও জাকের আলি।
জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ঢাকার বাহিরে খেলবে বাংলাদেশ। ২০ এপ্রিল প্রথম টেস্ট শুরু হবে সিলেটে। ২০ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, খায়েদ আহমেদ ও তানজিদ হাসান সাকিব।
সারাবাংলা/এসএইচএস