লিটনের বদলি হিসেবে কাকে নিচ্ছে করাচি?
১২ এপ্রিল ২০২৫ ১৯:২৭
করাচি কিংসের হয়ে এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল লিটন দাসের। প্রথমবার পিএসএল খেলতে কদিন আগেই পাকিস্তানে দলের সাথে যোগ দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। কিন্তু মাঠে নামার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। অনুশীলনের সময় আঙ্গুলে চোট পাওয়াতে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন এই উইকেটকিপার ব্যাটার। তার বদলি হিসেবে অস্ট্রেলিয়ান উইকেটকিপার বেন ম্যাকডারমটকে দলে ভিড়িয়েছে করাচি।
আজ (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এক্স’-এ এই অজি উইকেটকিপার-ব্যাটারকে দলে ভেড়ানোর খবর জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।
আঙুলে চিড় ধরাতে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন লিটন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি। আমি দেশে ফিরে আসছি। আপনাদের দোয়া ও ভালোবাসা চাচ্ছি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। আমার দল করাচি কিংসের জন্য অনেক শুভকামনা।’
জানা গেছে আঙুলের চোটে পুনর্বাসনের জন্য দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে লিটনকে। এই মুহূর্তে জাতীয় দলের ব্যস্ততাও তার নেই। পিএসএল খেলতে জিম্বাবুয়ে সিরিজ থেকেও এনওসি নিয়েছিলেন তিনি। লিটন ছাড়াও পিএসএলে এবার দল পেয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে পুরো মৌসুমের জন্যই এনওসি পেয়েছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট খেলে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন নাহিদ রানা, খেলবেন পেশোয়ার জালমির হয়ে।
সারাবাংলা/জেটি