Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেকটা দাপুটে জয়ে বিশ্বকাপের কাছাকাছি বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ০০:৫৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০০:৫৯

বিশ্বকাপ বাছাই পর্বে যেন স্বপ্নের সময় চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের! সেই সঙ্গে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরও। আজ আবারও ৮৩ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ের দিনে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে ২৭৬ রানের রেকর্ড স্কোর গড়ে বাংলাদেশ। পরে স্কটিশদের ২৪২ রানে থামিয়ে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেল বাংলাদেশ। যাতে বিশ্বকাপের টিকিট পাওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

সপ্তাহ না ঘুরতেই আজ রানের রেকর্ড ভেঙে দিল বাংলাদেশ। গত সপ্তাহে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান তুলে নিজেদের সর্বোচ্চ ওয়ানডে স্কোরের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। আজ সেই রেকর্ড ভেঙে ২৭৬ রান তুলল নিগার সুলতানার দল।

মঙ্গলবার (১৬ এপ্রিল) পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে ২৭৬ রানের বিশাল পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুতে স্কটিশদের দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। ১১০ রানের মাথায় সপ্তম উইকেট তুলে নেন বাংলাদেশি বোলাররা। কিন্তু প্রিয়ানাজ চ্যাটার্জী ও র‌্যাচেল স্ল্যাটার এরপর ভড়কে দিয়েছেন।

অষ্টম উইকেট জুটিতে ১১৫ রান যোগ করেন দুজন। স্কটিশ মেয়েদের ক্রিকেটে এটা যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। তাতে অবশ্য বাংলাদেশের জয় ব্যহত হয়নি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানে থেমেছে স্কটল্যান্ড। প্রিয়ানাজ চ্যাটার্জী ৬৩ বলে ৭টি চারের সাহায্যে ৬১ রান করেছেন। র‌্যাচেল স্ল্যাটার ৭৩ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ৪০ রানে চার উইকেট নিয়েছেন। দুই উইকট নিয়েছেন জান্নাতুল ফেরদৌস।

এরআগে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ওপেনার ইশমা তানজিম ২৯ বলে ১৪ রান করে ফেরেন। তবে এরপর প্রতিরোধ গড়তে পেরেছেন ফারজানা হক ও শারমিন আক্তার। ফারজানা ৮৪ বল খেলে ৮৭ রান করেছে। শারমিন ৭৯ বল খেলে ৫৭ রান করেছেন।

এই দুজন ফেরার পর শুরু হয় জ্যোতি শো! চলতি বিশ্বকাপ বাছাই পর্বে জ্যোতির আগের দুটি ম্যাচে স্কোর যথাক্রমে- ১০১, ৫১। আজও যেভাবে ব্যাটিং করলেন সেটা চোখের শান্তি। ক্রিজে নামার পর থেকেই আক্রমনাত্মক ব্যাটিং করেছেন। মাত্র ৫৯ বল খেলে ১১টি চারের সাহায্যে ৮৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

এই জ্যোতির ব্যাটেই দুইশ আশির ঘরে চেলে গেছে বাংলাদেশ। শেষ বলে ফাহিমা আক্তার ২২ বলে ২৬ রান করেছেন। শেষ দিকে ফাহিমা আক্তার ২২ বলে ২৬ রান করেন।

সারাবাংলা/এসএইচএস

নারী বিশ্বকাপ বাছােইপর্ব বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর