Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকে নির্বাচন করলে আবার জিতব: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ১৭:২০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৯:০২

সাকিব আল হাসান। ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লিগের মনোনয়ন পান সাকিব আল হাসান। এরপর সংসদ সদস্য হিসেবে নির্বাচিতও হন জাতীয় দলের এই অলরাউন্ডার। কিন্তু ছোট্ট সেই রাজনৈতিক ক্যারিয়ার থমকে গেছে গত জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর। তুঙ্গে থাকা আন্দোলনের সেই সময়টায় বিতর্কিত ছবি, কানাডায় খেলতে গিয়ে ছাত্র জনতার আন্দোলনের ইস্যুতে এক দর্শকের সাথে বাদানুবাদে জড়িয়ে আরও সমালোচিত হন তিনি।

বিজ্ঞাপন

এর মধ্যে খেলেছেন কেবল ভারতের বিপক্ষে গত বছর নভেম্বরে টেস্ট সিরিজে। এরপর দেশের মাটিতে শেষ টেস্ট খেলার জন্য ফিরতে চাইলেও পারেননি। ছিলেন না চ্যাম্পিয়নস ট্রফির দলেও। লম্বা সময় ধরে দেশের ক্রিকেটের আলোচনার বাইরে থাকা সাকিবের রাজনীতিতে যোগ দেয়া নিয়ে আছে নানান আলোচনা-সমালোচনা। যদিও বেশিরভাগ মানুষই মনে করেই, সাকিবের রাজনীতিতে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না। কিন্তু সাকিব মনে করেন, রাজনীতিতে যোগ দিয়ে তিনি কোনো ভুল করেননি। বরং সাকিব বিশ্বাস করেন, মাগুরা-১ আসন থেকে আবার নির্বাচন করলে তিনিই জিতবেন।

বিজ্ঞাপন

সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে রাজনীতিতে যোগ দেয়া নিয়ে নীরবতা ভাঙলেন সাকিব।

এ নিয়ে সাকিব বলেন, ‘দেখুন, রাজনীতিতে আসা আমার জন্য যদি ভুল হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটা ভুলই হবে। ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী যে কেউ রাজনীতিতে আসলে সেটা ভুল হতেই পারে। তবে রাজনীতিতে যোগ দেয়া যেকোনো নাগরিকের অধিকার এবং যে কেউই সেটা করতে পারে। মানুষ আপনাকে ভোট দেবে কিনা, সেটা তাদের ব্যাপার। তবে আমি মনে করি, আমার রাজনীতিতে যোগ দেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল, কারণ উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। মনে হচ্ছিল আমি তাদের জন্য কিছু করতে পারব। তখন আমারও মনে হয়েছিল, মাগুরার মানুষ আমাকে চায়।’

দ্বাদশ জাতীয় সংবাদে জেতা নিয়ে সাকিব বলেন, ‘আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। আবার সেই আসন থেকে দাঁড়ালে  আমার মনে হয় না নির্বাচনে অন্য কেউ জিততে পারবে। তো আমি আসলে রাজনীতিতে যোগ দেয়াকে ভুল মনে করি না। যখন নির্বাচনে দাঁড়াই, আমি চেয়েছিলাম মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম। মানুষ আমাকে সেই সুযোগটা দিয়েছিলও, কিন্তু যেভাবে চেয়েছিলাম সেভাবে পারিনি, এটা মেনে নিতেই হবে।’

সাকিব আরও বলেন, ‘রাজনীতিতে যোগ দেয়া নিয়ে আমার দৃষ্টিভঙ্গি জানতে চাইলে বলব, আমার সবসময়ই মনে হয়েছে যদি চোখে পড়ার মতো পরিবর্তন আনতে হয়, তাহলে সিস্টেমের ভেতরে যেতে হবে। সিস্টেমের মধ্যে না ঢুকলে আপনি পরিবর্তনটা কীভাবে করবেন? এখন যারা দেশ চালাচ্ছে, তারা যদি সিস্টেমের বাইরে থাকত, তাহলে পরিবর্তনটা কি আসতো?’

রাজনৈতিক কারণেই দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। তবে এই অলরাউন্ডার মনে করেন একই আসন থেকে আবার নির্বাচন করলে তিনিই জিতবেন, ‘মানুষ অনেক কিছুই বলতে পারে, বলতে পারে আমার রাজনীতিতে আসাটা ঠিক হয়নি। কিন্তু যারা এসব বলছেন, তাদের বেশিরভাগই আমার এলাকার ভোটার নন। কিন্তু মাগুরার মানুষেরা একটু ভিন্নভাবেই চিন্তা করে এবং এটাই আমার কাছে আলাদা গুরুত্ব রাখে। মানুষ চাইলে আমাকে ভোট দেবে, না চাইলে দেবে না। জিনিসটা এমনই সাধারণ। তবে আমি এখনও বিশ্বাস করি, যদি আজকে আবার নির্বাচনে দাঁড়াই, মাগুরার মানুষ আমাকে ভোট দেবে। কারণ তারা বিশ্বাস করেন, তাদের জন্য আমি কিছু করতে পারব।’

সারাবাংলা/জেটি

জুলাই আন্দোলন জুলাই গণ-অভ্যুত্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর