ইরানে ঘুম হারাম রোনালদোর (ভিডিও)
২৫ জুন ২০১৮ ১৯:০৫ | আপডেট: ২৫ জুন ২০১৮ ১৯:০৮
স্পোর্টস ডেস্ক ।।
রোববার (২৪ জুন) রাতে পর্তুগাল টিম হোটেল সারানস্কে নিজের রুমেই ঘুমাচ্ছিলেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তখনই এক অদ্ভুত কান্ড ঘটিয়ে বসলেন ইরান সমর্থকরা। হোটেলের বাইরে এসে জোরে গলা ফাটিয়ে চিৎকার করেছেন ইরানের বেশকিছু সমর্থক।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে সোমবার (২৫ জুন) মাঠে নামবে পর্তুগাল। আগের দিন ঠিকমতো না ঘুমালে এই ম্যাচে ভালো পারফরম্যান্স দিতে পারবেন না পর্তুগিজ স্ট্রাইকার, আর সেই ধারণা নিয়েই এমন কান্ড ঘটিয়ে বসলেন ইরানের বেশকিছু সমর্থক। ৫০ জনের বেশি সমর্থক হোটেলের সামনে একত্রিত হয়ে চিৎকার করতে থাকেন। এরপর জানালার কাছে এসে রোনালদো হাতের ইশারা দিয়ে বুঝিয়েছেন, ‘ঘুমাতে হবে, চিৎকার করো না।’
তবে রোনালদোর এমন ইশারা কানে না নিয়ে চিৎকার আর বাঁশি বাজিয়েই গেছেন তারা।
গ্রুপ ‘বি’র ম্যাচে সোমবার ইরানের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ইতোমধ্যে মরক্কোর বিদায় নিশ্চিত হলেও, দ্বিতীয় রাউন্ডের পথে সুযোগ আছে স্পেন, ইরান আর রোনালদোর পর্তুগালের। তবে পরের রাউন্ডে যেতে ইরানের বিপক্ষে হারলেই বাদ পড়বে পর্তুগাল। তাই এই ম্যাচটি রোনালদোদের জন্য সবচেয়ে।
পর্তুগাল টিম হোটেলের বাইরে ইরান সমর্থকরা:
https://www.youtube.com/watch?v=783TH0NPHhY
সারাবাংলা/এসএন