Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪১ ক্যাচে সবাইকে ছাড়িয়ে মুমিনুল

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৫ ১৫:৫০

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ক্যাচ নেয়া ফিল্ডার মুমিনুল হক

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকাল। দিনের তৃতীয় ওভারে বোলিংয়ে এলেন নাহিদ রানা। আজ (রবিবার) ইনিংসের ১৭-তম ওভারের পঞ্চম বলে নাহিদের হাত থেকে ছুটে গেল বাউন্সার। লেগ স্টাম্প লাইনে পিচ করা এক্সট্রা বাউন্সের সেই বল খেলতে বেকায়দায় পড়লেন বাঁহাতি বেন কারান।

কোনোভাবে ব্যাট ছোঁয়াতে চাইলেন তিনি, বল গ্লাভস ছুঁয়ে গেল শর্ট লেগে থাকা মুমিনুলের হকের দিকে। সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ সেই ক্যাচ নিলেন তিনি। এতেই হয়ে গেলেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ৪১ ক্যাচ ধরা ফিল্ডার।

বিজ্ঞাপন

এর আগে সমান ৪০টি করে ক্যাচ ধরে যুগ্মভাবে সর্বোচ্চ অবস্থানে ছিলেন মুমিনুল ও মেহেদী হাসান মিরাজ। আজ মিরাজকে সরিয়ে শীর্ষে ওঠে গেলেন মুমিনুল। ৭০ ম্যাচে ৪১ ক্যাচ তার, ৫২ টেস্টের পর মিরাজ ধরেছেন ৪০টি। তৃতীয় অবস্থানে আছেন ৩৮ ক্যাচ ধরা মাহমুদউল্লাহ রিয়াদ। ৩০ ক্যাচে ইমরুল কায়েস চতুর্থ, ২৯ ক্যাচে পঞ্চম অবস্থানে সাকিব আল হাসান।

টেস্টে তৃতীয় হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ক্যাচ ধরা ফিল্ডার মাহমুদউল্লাহ। ওয়ানডেতে ২৩৯ ম্যাচে নিয়েছেন ৮২টি ক্যাচ, আর ১৪১ টি-টোয়েন্টি ম্যাচে তার তালুবন্দী হয়েছে ৫১টি টেস্ট। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ ক্যাচ ধরা ফিল্ডারও মাহমুদউল্লাহই।

সারাবাংলা/জেটি

ক্যাচ জিম্বাবুয়ের বাংলাদেশ সফর মুমিনুল হক মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর