Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাণনাশের ভয় নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাথুরুসিংহে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৯:২০ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:২৭

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে

দুই মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু কোনোবারই তার শেষটা সুখকর হয়নি। প্রথমবার নিজেই পদত্যাগ করেছিলেন। দ্বিতীয় মেয়াদে এসে তো বরখাস্তই হলেন। ০৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক আহমেদের বোর্ড দায়িত্ব নেয় বিসিবির। এরপর  গত বছরের ১৭ অক্টোবর শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে তার সাথে চুক্তি বাতিল করে বিসিবি।

বরখাস্ত হওয়ার কদিনের মধ্যেই বাংলাদেশ ত্যাগ করেন এই শ্রীলংকান কোচ। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম  ‘কোড স্পোর্টস’-কে দেয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে জানান, বাংলাদেশ ছাড়ার সময় তিনি আতঙ্কের মধ্য দিয়ে গেছেন, জনরোষের মুখে পড়তে পারেন, এই শঙ্কাও নাকি তার ছিল। জানিয়েছেন, প্রাণ হারানোর ভয়ও তার মধ্যে কাজ করছিল। বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর এবারই কোনো সংবাদমাধ্যমের বরাতে মুখ খুললেন তিনি।

বিজ্ঞাপন

কোড স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, ‘বিসিবির সিইও আমাকে পরামর্শ দিয়েছিলেন,  দেশ ছাড়ার। বলেছিলেন, ”বোর্ডের কাউকে কিছু জানানোর দরকার নেই।” জিজ্ঞেস করেছিলেন আমার যাওয়ার প্লেনের টিকেট আছে কিনা। সেটাই আসলে সতর্কতা ছিল আমার জন্য।’

৫৬ বছর বয়সী এই কোচ আরও বলেন, ‘সাধারণত একজন ড্রাইভারের সাথে একজন গানম্যানও থাকত আমার সাথে। সিইও সেদিন জিজ্ঞেস করলেন আমার সাথে গানম্যান আছে কিনা? আমি বললাম, কেবল ড্রাইভারই আছে আমার সাথে।’

ঢাকা ছাড়ার আগে একটি ব্যাংকে গিয়েছিলেন হাথুরুসিংহে, ‘এরপর সোজা ব্যাংকে গেলাম, বাংলাদেশ ছাড়ার জন্য টাকা পয়সা তুলতে। যখন ব্যাংকে ছিলাম, তখন টিভিতে ব্রেকিং নিউজ দেখলাম, ”একজন খেলোয়াড়কে লাঞ্চিত করার দায়ে চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত”। যখন বেরিয়ে আসছিলাম, তখন ব্যাংকের ম্যানেজার বললেন, ”কোচ আপনার সাথে আমার যাওয়া উচিত, লোকজন আপনাকে রাস্তায় দেখলে সেটা ভালো হবে না।”

বিজ্ঞাপন

তখনই মূলত আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশকে দুই দফায় কোচিং করানো এই শ্রীলংকান, ‘তখনই আতঙ্কিত হয়ে পড়ি। কারণ আমাকে দেশ ছেড়ে যেতে হবে। এক বন্ধু মাঝরাতে আমাকে বিমানবন্দরে গাড়ি চালিয়ে পৌঁছে দিয়ে এলো তখন। একটা ক্যাপ আর হুডি পরে সেদিন বাংলাদেশ ছাড়ি আমি, কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই।’

সেই রাতে বিমানবন্দরে আটক হওয়ার আশঙ্কাও করেছিলেন হাথুরুসিংহে, ‘দেশ ছাড়ার জন্য তারা আমাকে গ্রেপ্তারও করতে পারত। বাংলাদেশের বিগত সরকারের এক মন্ত্রী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে রানওয়েতেই বিমান আটকে দিয়ে তাকে বের করে আনা হয়। সেসবই ঘুরপাক খাচ্ছিল আমার মনে।’

সাবেক এই শ্রীলংকান ক্রিকেটার আরও বলেন, ‘বিমানবন্দরে এক্স-রে মেশিনের ওখানে বাংলাদেশ বিমান বাহিনীর এক অফিসার আমাকে দুঃখ প্রকাশ করে বলেন ”আমি দুঃখিত কোচ, আপনাকে এভাবে চলে যেতে হচ্ছে।” আমি আমার জীবন নিয়ে ভীত ছিলাম আসলে তখন।’

সারাবাংলা/জেটি

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি রাজনৈতিক পটপরিবর্তন