Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৫:৩১

স্থগিৎ হয়েছে এই বছরের সাফ চ্যাম্পিয়নশিপ

চলতি বছরের জুন-জুলাইয়ে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আচমকা সেই সিদ্ধান্ত বদল করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। জানা গেছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫-তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছর। আজ (বৃহস্পতিবার) নিজেদের ওয়েবসাইটে এই তথ্য ঘোষণা দিয়েছে সাফ কর্তৃপক্ষ।

মূলত ভেন্যু নিয়ে সঙ্কটের কারণেই স্থগিত করা হয়েছে সাফের এবারের আসর। যদিও চলতি বছরের আয়োজক হিসেবে শোনা যায়, শ্রীলংকার নামও। সাফের আনুষ্ঠানিক বিবৃতিতে জানা গেছে, সাফ ও সাফভুক্ত ফেডারেশন ও কর্মাশিয়াল রাইট হোল্ডার মনে করছে, ভালোভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে আরও সময়ের প্রয়োজন। সর্বস্মতিক্রমে এজন্যই এমন সিদ্ধান্ত তাদের।

বিজ্ঞাপন
এখন পর্যন্ত মোট ১৪ আসর গড়িয়েছে সাফের। সর্বোচ্চ ৯ বার জিতেছে ভারত, দুইবার শিরোপা গেছে মালদ্বীপে। বাকি তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা।
সাফের সর্বশেষ আসরের আয়োজক ছিল ভারত। ফাইনালে কুয়েতকে হারিয়ে শিরোপা জেতে তারা। বাংলাদেশ বাদ পড়েছিল সেমিফাইনাল থেকে। দারুণ পারফর্ম করে ২০২৩ সালের সেই আসরের সেরা গোলকিপার নির্বাচিত হন বাংলাদেশের আনিসুর রহমান জিকো।

সারাবাংলা/জেটি

বাফুফে সাফ সাফ চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর