মোহামেডানের পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন হৃদয়
২৪ এপ্রিল ২০২৫ ১৮:৫১ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৮:৫৫
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মাঠে আম্পায়ারের সঙ্গে অসদাচরনের কারণে অর্থ জরিমানার সঙ্গে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। পরে সেই নিষেধাজ্ঞা নেমে আসে এক ম্যাচে। যাতে মোহামেডানের হয়ে ম্যাচও খেলে ফেলেন হৃদয়। কিন্তু নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে আসার বিষয়টি সমালোচিত হয় সর্ব মহলে। নিয়মের তোয়াক্কা না করে নিষেধাজ্ঞা কমানো হয়েছে এমন অভিযোগ উঠেছে। বহু নাটকীয়তার পর অবশেষে হৃদয়ের সেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা বলবৎ থাকছে।
হুট করে মোহামেডান অধিনায়কের নিষেধাজ্ঞা কমানোর বিষয়টি মেনে নিতে পারেননি বলে সিসিডিএম’র টেকনিক্যাল কমিটির আহবায়কের পদ থেকে পদত্যাগ করেন এনামুল হক মনি। অপর দিকে হৃদয় যে আম্পায়ারের সঙ্গে অসদাচরন করেছিলেন সেই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও বিসিবির আম্পায়ারিং চাকরি ছাড়তে পদত্যাগপত্র দিয়েছিলেন।
পরে সৈকতকে বুঝিয়ে পদত্যাগপত্র প্রত্যাহার করানো হয়েছে। আর সিসিডিএম’র টেকনিক্যাল কমিটির আহবায়কের পদে যোগ দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
ফাহিম দায়িত্ব নিয়েই হৃদয়ের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। মোহামেডান অধিনায়কের দুই ম্যাচের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেছেন তিনি। অর্থাৎ আগে এক ম্যাচ নিষেধাজ্ঞায় থাকা হৃদয় মোহামেডানের পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন। পরের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলবে মোহামেডান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিষয়টি নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সিসিডিএমে’র টেকনিক্যাল কমিটির নতুন আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিম।
তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা প্রক্রিয়ার কিছুটা বাইরে চলে গিয়েছিলাম। অভ্যন্তরীনভাবে বাইলজ বদল করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো সেটা নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। আমাদের যেটা করতে হবে আগের যে নিয়ম কানুন ছিলো সেটা অনুসরণ করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আগের একটা ঘটনার কারণে যাকে দুই ম্যাচের নিষিদ্ধ করা হয়েছিলো, কিন্তু তাকে এক ম্যাচ পরই খেলতে দেওয়া হয়। আমরা তো সেটা ফিরিয়ে আনতে পারব না। আমরা সেটা (অগ্রনী ব্যাংকের বিপক্ষে হৃদয়ের খেলা) বৈধ ধরে নিচ্ছি। এখন আমরা আগের নিয়মকে বলবৎ করব। সেই অনুযায়ী পরবর্তী ম্যাচে (গাজী গ্রুপের বিপক্ষে) তাওহিদ হৃদয় খেলার সুযোগ পাবে না।’
সারাবাংলা/এসএইচএস