Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএল খেলতে যাওয়ার আগে যা বললেন নাহিদ রানা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৬:০১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৬:০৫

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যে তিনজন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি নাহিদ রানার। কিন্তু গত ১১ এপ্রিল পিএসএল শুরু হলেও নাহিদ রানা এখনো যোগ দিতে পারেননি! অবশেষে সেই অপেক্ষা শেষ হলো। পিএসএল খেলতে আজ দেশ ছেড়েছেন বাংলাদেশের তরুণ পেসার।

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে এতোদিন পিএসএলে যাওয়া হয়নি নাহিদের। দুই দলের প্রথম টেস্ট শেষে আজ পাকিস্তানের বিমান ধরেছেন নাহিদ।

বিজ্ঞাপন

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দেশ ছেড়েছেন তরুণ পেসার। যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যতটা পারেন শেখার চেষ্টা করবেন এই টুর্নামেন্ট থেকে।

নাহিদ বলন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, এটা নতুন একটা অভিজ্ঞতা। চেষ্টা করব নতুন কিছু শেখার। লক্ষ্য আগে থেকে ঠিক করিনি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো করার।’

‘নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।’- যোগ করেছেন তরুণ পেসার।

নাহিদ এবার খেলবেন পেশোয়ার জালমিতে। গত জানুয়ারিতে ড্রাফট থেকে বাংলাদেশি পেসারকে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে নিয়েছে পেশোয়ার। নাহিদ দলে যোগ দেওয়ার আগেই অবশ্য ৫ ম্যাচ খেলে ফেলেছে পেশোয়ার। তাতে ২ জয় আর ৩ হার নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চার নম্বরে দলটি।

সারাবাংলা/এসএইচএস

নাহিদ রানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর