নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
২৬ এপ্রিল ২০২৫ ১৮:২৮
তিন ম্যাচের ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচের সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। কিউইদের এই সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য আজ (শনিবার) বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। কিন্তু দেশের রাজনৈতিক পালাবদলে উত্তাল পরিস্থিতিতে স্থগিত হয় সেই সিরিজ।
এই সিরিজের জন্য বেশ জাতীয় দল ও জাতীয় দলের আশেপাশে থাকা বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে শক্তিশালী দলই ঘোষণা হয়েছে। দুই পেসার শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে প্রথম দুই ম্যাচের দলে। আছেন ডানহাতি পেসার এবাদত হোসেনও।
এছাড়া ব্যাটারদের মধ্যে পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ ও সম্প্রতি তিন বছর পর টেস্ট দলে জায়গা পাওয়া এনামুল হক বিজয়ও আছেন ১৫ সদস্যের দলে। নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারীর সাথে দলভুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। অবশ্য এই দলের অধিনায়ক কে হবেন, সেটা এখনও জানায়নি বিসিবি।
সাদা ও লাল বলের দুই সিরিজ খেলতে আগামী পহেলা মে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। আগামী ৫ মে সিরিজের প্রথম ওয়ানডে, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ মে। তিন ওয়ানডের প্রথম দুটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, তৃতীয় ও শেষটির ভেন্যু সিলেট আউটার গ্রাউন্ড মাঠ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ মে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে আগামী ২১ মে। দুই ফরম্যাটের সিরিজ খেলে নিউজিল্যান্ড দল বাংলাদেশ ছাড়বে আগামী ২৫ মে।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দল স্কোয়াড
পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজ, মাহিদুল ইসলাম ভূঁইয়া অংকন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারী, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান রাজা।
সারাবাংলা/জেটি
এনামুল হক বিজয় বাংলাদেশ ‘এ’ দল বিসিবি মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম