Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ জনের মোহামেডানের বিপক্ষে আবাহনীর গোলশূন্য ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৯:১৬

গোলশূন্য ড্র হয়েছে আবাহনী-মোহামেডান ম্যাচে

চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট টেবিলের শীর্ষ দল মোহামেডান। আজ (শনিবার) তাদের বিপক্ষে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল তাদের চিরপ্রতিন্দ্বন্দ্বী আবাহনীর। কিন্তু কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ১০ জনের আবাহনীকে হারাতে পারেনি মোহামেডান। মাঠ ছেড়েছে গোলশূন্য ড্র নিয়ে। এই ম্যাচ জিতলে দুই দলের পয়েন্ট ব্যবধান দাঁড়াত এক, কিন্তু ড্র হওয়াতে ব্যবধান রইল ৪। ১২ ম্যাচ শেষে ১০ জয়ে আবাহনীর পয়েন্ট ৩১, মোহামেডানের ২৭।

বিজ্ঞাপন

অবশ্য আজ এই ম্যাচে গোল ছাড়া সবই দেখেছেন দর্শকরা। লাল কার্ড, দর্শকদের ছোঁড়া স্মোক ফ্লেয়ারে খেলাও বন্ধ ছিল দীর্ঘক্ষণ। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ১০ জনের দলের পরিণত হয় মোহামেডান। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা দলটির ডিফেন্ডার মাহবুবুল আলম কনুই দিয়ে গুতো মারেন আবাহনীর এক খেলোয়াড়কে। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। তখনই ফুঁসে ওঠেন গ্যালারিতে থাকা মোহামেডান সমর্থকেরা। বোতলের সাথে মাঠে ছুঁড়ে মারেন স্মোক ফ্লেয়ারও। যে কারণে মিনিট দশেক বন্ধও ছিল খেলা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে অবশ্য ১০ জন নিয়েও যথেষ্ট লড়াই করেছে মোহামেডান। অধিনায়ক সুলেমান দিয়াবাতের সাথে মিডফিল্ডার মোজাফফরভও নিয়েছেন বেশ কটা শট। তবে গোলের দেখা পাননি কেউই। অবশ্য সহজ সুযোগ হাতছাড়া করেছে আবাহনী। যদিও মোহামেডান গোলরক্ষক হোসেন সুজনের দারুণ পারফরম্যান্সে গোলের দেখা পায়নি তারা। একজন খেলোয়াড় কম থাকায় মোহামেডান আক্রমণের চেয়ে গোল হজম না করাকেই প্রাধান্য দিয়েছে। যে কারণে শেষ ১০ মিনিটে আবাহনীর টানা চারটি কর্নারের পরেও গোল হজম করেনি দলটি।

সারাবাংলা/জেটি

আবাহনী বাফুফে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল মোহামেডান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর