রেফারির কাছে ক্ষমা চাইলেন রুডিগার
২৭ এপ্রিল ২০২৫ ১৮:৫৩
কোপা ডেল রে ফাইনালে গত রাতের এল ক্লাসিকোতে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহুর্তের ঘটনা। এরিক গার্সিয়াকে করা কিলিয়ান এমবাপের ফাউলের পর রেফারির সিদ্ধান্তে ফুঁসে ওঠেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। ডাগ আউট থেকে ছুটে আসেন অনেকেই, যেখানে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন ডিফেন্ডার আন্তোনিও রুডিগার।
৩-২ ব্যবধানে ফাইনাল হারার ঠিক আগে রাগের বশে রেফারির দিকে আইসব্যাগ ছুঁড়ে মারেন এই জার্মান ফুটবলার। সে ঘটনায় লাল কার্ড দেখার পর তখন রেফারির দিকে তেড়ে যান। কয়েকজন মিলে তাকে সে যাত্রায় আটকে রাখেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়মানুযায়ী বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে থাকা রুডিগার অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। আজ (রবিবার) রেফারি দে বুরগোস বেঙ্গোইচিয়ার কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি।
আজ সকালে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে লিখেছেন, ‘গত রাতের আচরণের জন্য আসলে কোনো অজুহাত নেই। আমি সত্যিই অনেক দুঃখিত। রেফারি এবং বাকি সবার কাছে ক্ষমা চাইছি।’
নিয়ম অনুযায়ী, রেফারির দিকে কিছু ছুঁড়ে মারলে ৪ থেকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা আসতে পারে ফুটবলারদের ওপর। রুডিগারও আছেন সেই নিষেধাজ্ঞার দুয়ারে। ডিসিপ্লিনারি কোডের ১০১ নং অনুচ্ছেদ মতে, রুডিগারের এই ঘটনা মাঝারি পর্যায়ের অপরাধে পড়ে। অবশ্য টেকনিক্যাল কমিটি জানিয়েছে রেফারির গায়ে রুডিগারের ছুঁড়ে মারা আইস ব্যাগ না লাগায় ও এই ঘটনায় ক্ষমা চাওয়াতে শাস্তি কমেও আসতে পারে।
রুডিগারের পাশাপাশি রেফারির সঙ্গে তর্কের অভিযোগে লাল কার্ড দেখেছেন জুড বেলিংহাম ও লুকাস ভাসকেজ। রুডিগারের মতো বড় নিষেধাজ্ঞার সম্ভাবনা না থাকলেও কমপক্ষে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এই দুই ফুটবলার।
সারাবাংলা/জেটি