Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনামুল বিজয়-তানজিম সাকিবকে নিয়ে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৯:৪৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ০১:১৭

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হেরেছে বাংলাদেশ। শক্তির বিচারে যোজন যোজন পিছিয়ে থাকা দলটার বিপক্ষে সিরিজ হার এড়াতে হলে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টটা জিততেই হবে বাংলাদেশকে। এই টেস্টে বাংলাদেশের একাদশে পরিবর্তন নিশ্চিত।

সিলেট টেস্ট খেলা পেসার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়েছেন। সেই জায়গায় পরিবর্তন নিশ্চিত। সঙ্গে আরও পরিবর্তনের বার্তা পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের টপ অর্ডার ভুগছে অনেকদিন যাবত। অনেক প্রত্যাশা থাকলেও তা পুরণ করতে ব্যর্থ তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। এদিকে, অনেকদিন পর টেস্ট দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা এনামুল হক বিজয়। মাহমুদুল হাসান জয়ের জায়গায় বিজয়ের সুযোগ পাওয়ার সম্ভবনা প্রবল।

বিজ্ঞাপন

বোলিং আক্রমণেও পরিবর্তন আসতে পারে। চট্টগ্রামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। স্পিনাররা শেষ দিকে ভালো টার্ন পায় পিচে। ফলে একাদশে একাজন পেসার কমিয়ে বাড়তি একজন স্পিনার নেওয়ার কথা ভাবতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে নাহিদ রানার বদলে চট্টগ্রাম টেস্টে খেলতে নামতে দেখা যেতে পারে তরুণ অফস্পিনার নাঈম হাসানকে।

সিলেট টেস্টে খুব একটা সুবিধা করতে না পারা অপর পেসার খালেদ আহমেদকেও একাদশে না দেখতে পাওয়ার গুঞ্জন। খালেদকে বসিয়ে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে অভিষেক ক্যাপ পরানো হতে পারে। খালেদের চেয়ে দ্রুত গতিতে বোলিং করতে সক্ষম তানজিম।

এদিকে, নাহিদ রানাকে মিস করছে বাংলাদেশ। ফলে তার অনুপস্থিতিতে একজন গতিময় বোলারের প্রতিই ঝোঁকার কথা বাংলাদেশের। তাছাড়া সাকিবের লাইন-লেংথও দুর্দান্ত। অবশ্য শেষ পর্যন্ত কোন একাদশ বেছে নেয় বাংলাদেশ তার চূড়ান্তভাবে জানতে ম্যাচের আগে টস পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম অনিক, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর