Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন, খেলছেন বিজয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ০৯:৫০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৭:০৯

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। এদিকে, তিন পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

তরুণ পেস বোলার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গেছেন। তার জায়গায় ডাকা হয়েছে স্পিনার নাঈম হাসানকে। আর সিলেট টেস্টে খুব একটা সুবিধা করতে না পারা খালেদ আহমেদকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে। তরুণ পেসারের এটা ক্যারিয়ারের প্রথম টেস্ট।

বিজ্ঞাপন

ওপেনিংয়ে অনুমিত পরিবর্তনটি এসেছে। টানা অফ ফর্মে থাকা তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়কে বসানো হয়েছে। তার জায়গায় ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করতে থাকা অভিজ্ঞ ওপেনার এনামুল হক বিজয়কে ওপেনিংয়ে নেওয়া হয়েছে। মুশফিকুর রহিমের অফ ফর্ম নিয়ে চর্চা হলেও একাদশে আছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে হেরেছে বাংলাদেশ। ফলে যোজন যোজন পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারতে না চাইলে চট্টগ্রামে জিততেই হবে বাংলাদেশকে।

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাঈম হাসান ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, নিক ওয়েলেচ, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, টাফাডজোয়া সিগা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর