মিরাজের ব্যাটে চারশ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
৩০ এপ্রিল ২০২৫ ১২:২৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৫:০৬
চট্টগ্রাম টেস্টে গতকাল দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও এনামুল হক বিজয়ের ব্যাটে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। সাদমানের সেঞ্চুরিতে দাপুটেই এগুচ্ছিল বাংলাদেশ। তবে শেষ বিকেলে দ্রুত চার উইকেট হারিয়ে হতাশা নিয়ে দিন শেষ করতে হয়েছিল। সেই হতাশাটা আজ মেটাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। টেস্ট দলের সহ-অধিনায়কের দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস চারশ ছাড়িয়েছে।
৭ উইকেটে ২৯১ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ ৮ উইকেটে ৪০৮ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে। মেহেদি হাসান মিরাজ ৭৬ রানে অপরাজিত। তার সঙ্গে ২৯ রানে ব্যাট করছেন অভিষিক্ত তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
বুধবার (৩০ এপ্রিল) ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ তখন ১৬ রানে অপরাজিত, তাইজুল ইসলাম ৫ রানে। দিনের সকালটা দারুণভাবে কাটিয়ে দিয়েছেন দুজন। তাইজুল ২৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে।
এরপর অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব দারুণ সঙ্গ দিয়েছেন মেহেদি হাসান মিরাজকে। মিরাজকে শুরু থেকেই ব্যাটিংয়ে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। নবম উইকেট জুটিতে ৬২ রান তুলে এখনো অবিচ্ছিন্ন দুজন। মধ্যাহ্ন বিরতির আগে সাকিব ৫৭ বল খেলে ১টি ছক্কার সাহায্যে ২৯ রানে অপরাজিত।
মিরাজ ১০৯ বল খেলে ৭৬ রানে অপরাজিত। স্পিনিং অলরাউন্ডার চার হাঁকিয়েছেন ১০টি।
উল্লেখ্য, জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তাইজুল ইসলাম একাই নিয়েছিলেন ৬ উইকেট।
সারাবাংলা/এসএইচএস