ইমরান-বোথামদের যে তালিকায় দ্রুততম বাংলাদেশি মিরাজ
৩০ এপ্রিল ২০২৫ ১৩:১১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৫:৫৯
টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সিলেট টেস্টেই। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টের চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নিয়ে এই ক্লাবে নাম লেখানো তৃতীয় বাংলাদেশি বোলার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ (বুধবার) চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ছুঁলেন আরও একটা মাইলফলক। নবম বাংলাদেশি ব্যাটার হিসেবে করেছেন ২০০০ টেস্ট রান। আর এতেই কিংবদন্তি ইমরান খান-ইয়ান বোথামদের অনন্য তালিকায় নাম উঠল মিরাজের।
দ্রুততম বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন মিরাজ। এজন্য তাকে খেলতে হয়েছে ৫০টি ম্যাচ। অবশ্য মিরাজের আগে এই তালিকায় নাম উঠেছে সাকিব আল হাসানের। যদিও তাকে খেলতে হয়েছে ৫৪ ম্যাচ।
২০০০ রানের সাথে ২০০ টেস্ট উইকেটের কম্বোতে দ্রুততম ক্রিকেটার ইয়ান বোথাম, তার লেগেছিল মাত্র ৪২ ম্যাচ। সাবেক পাকিস্তান অধিনায়ক ইমরান খান ও সাবেক ভারত অধিনায়ক কপিল দেবকে খেলতে হয়েছে ৫০টি করে টেস্ট। দুই ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা এই মাইলফলক ছুঁয়েছেন যথাক্রমে ৫১ ও ৫৩টি করে টেস্ট শেষে। মিরাজ অবশ্য আজ জাদেজাকেও ছুঁয়েছেন, সমান সংখ্যক ম্যাচে এই রেকর্ড ছুঁয়ে।
চট্টগ্রাম টেস্ট মিরাজ শুরু করেছিলেন নামের পাশে ১৯৬৪ রান নিয়ে। লাঞ্চ ব্রেকে গিয়েছেন দশম টেস্ট ফিফটি ছুঁয়ে। তার সাথে তানজিম সাকিবের ৬২ রানের দারুণ জুটিতে ১৭৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৪০৪ রান। এর আগে ২২৭ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে।
সারাবাংলা/জেটি
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর মেহেদী হাসান মিরাজ রেকর্ড সাকিব আল হাসান