বাংলাদেশ-পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ
৩০ এপ্রিল ২০২৫ ১৩:২৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৩:৩৮
আগামী মে মাসের শেষ দিকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। পাঁচ ম্যাচের ওই লম্বা সিরিজের জন্য সূড়ান্ত সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফয়সালাবাদ ও লোহেরে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ মে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরের তিন ম্যাচ হবে যথাক্রমে- ৩০ মে ও ১ ও ৩ জুন।
সিরিজ খেলতে ২১ মে পাকিস্তান পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। এই সিরিজটি আইসিসির এফটিপির (ভবিষ্যৎ সফরসূচি) অন্তর্ভূক্ত।
এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে ওয়ানডে সিরিজের বদলে টি-টোয়েন্টি সিরিজের বাড়তি দুটি ম্যাচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুই ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৯ ম্যাচে মুখোমুখি হয়েছে দু্ই দল। তাতে পাকিস্তানের জয় ১৬ ম্যাচে আর বাংলাদেশের জয় ৩ ম্যাচে।
সারাবাংলা/এসএইচএস